TRENDING:

'রাখি বাঁধতে গিয়েছিলাম, ২ দিন ধরে ধর্ষণ করল', এক কিশোরীর বয়ানে...

Last Updated:

১৫ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, তুতো দাদাকে রাখি পরাতে গিয়েছিল সে৷ দাদার জন্য গিফটও কিনেছিল৷ কিন্তু রাখি বাঁধতে যেতেই দাদা তাকে নিয়ে যায় ঘরের ভিতরে৷ তারপর নানা অছিলায় গায়ে হাত দেওয়া শুরু করে৷ ওই কিশোরী প্রথমে বুঝতে পারছিল না৷ খানিক বাদেই দাদার লালসার আঁচ পায় সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিন্দওয়াড়ি: দাদার হাতে রাখি বাঁধতে গিয়ে ধর্ষিত হল এক নাবালিকা৷ টানা ২ দিন ধরে ঘরে বন্দি রেখে ধর্ষণ করে দাদা৷ নির্মম ঘটনাটির সাক্ষী উত্তরপ্রদেশের তিন্ডওয়াড়ি৷ ঘটনার কথা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত ব্যক্তি৷
advertisement

আরও পড়ুন: বাবা আমায় রোজ ধর্ষণ করে ! ডাক্তারকে জানাল কিশোরী

১৫ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, তুতো দাদাকে রাখি পরাতে গিয়েছিল সে৷ দাদার জন্য গিফটও কিনেছিল৷ কিন্তু রাখি বাঁধতে যেতেই দাদা তাকে নিয়ে যায় ঘরের ভিতরে৷ তারপর নানা অছিলায় গায়ে হাত দেওয়া শুরু করে৷ ওই কিশোরী প্রথমে বুঝতে পারছিল না৷ খানিক বাদেই দাদার লালসার আঁচ পায় সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পালানোর চেষ্টা করতেই দাদা তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রেখে দেয়৷ তারপর শুরু হয় ধর্ষণ৷ টানা দুদিন ধরে মেয়েটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত তুতো দাদার বাড়িতেই মেলে মেয়েটিকে৷ হাসপাতালে ভরতি করা হয়৷ এফআইআর হওয়ার পর থেকেই পলাতক বছর ২১-এর যুবকটি৷

বাংলা খবর/ খবর/দেশ/
'রাখি বাঁধতে গিয়েছিলাম, ২ দিন ধরে ধর্ষণ করল', এক কিশোরীর বয়ানে...