TRENDING:

স্টাফ সিলেকশন কমিশনের পাঠানো ছাত্রীর অ্যাডমিটে ‘নগ্ন’ নারীর ছবি

Last Updated:

চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন এক পড়ুয়া ৷ কিন্তু পরীক্ষার অ্যাডমিট বাড়িতে পৌঁছতেই চোখ কপালে ৷ অ্যাডমিটে ছাত্রীর ছবির জায়গায় লাগানো রয়েছে এক নারীর নগ্ন ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন এক পড়ুয়া ৷ কিন্তু পরীক্ষার অ্যাডমিট বাড়িতে পৌঁছতেই চোখ কপালে ৷ অ্যাডমিটে ছাত্রীর ছবির জায়গায় লাগানো রয়েছে এক নারীর নগ্ন ছবি ৷
advertisement

টনাটি ঘটেছে বিহারে ৷ বিহার স্টাফ সিলেকশনের শূন্যপদের বিজ্ঞপ্তি দেখে আবেদন জানিয়েছিলেন ওই ছাত্রী ৷ অ্যাডমিট বিভ্রাটে স্টাফ সিলেকশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

বিহারের নালন্দার বাসিন্দা ওই পড়ুয়া জানিয়েছেন, বিহার স্টাফ সিলেকশনের 06060114 / 2014 নং-এর বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেছিলেন ৷ ওই পরীক্ষার জন্য প্রায় ১৮ লাখেরও বেশি চাকরিপ্রার্থীর আবেদন জমা পড়েছিল ৷ চলতি বছরের ২৯ জানুয়ারি এবং ৫,১৯ ও ২৬ তারিখ পরীক্ষার দিন হিসেবে ধার্য করা হয় ৷ নির্ধারিত দিনে লিখিত পরীক্ষায় বসার জন্য কমিশনের তরফে সকলকে অ্যাডমিট কার্ডও পাঠানো হয় ৷ অ্যাডমিট পেয়ে চমকে যায় ওই পড়ুয়া ৷

advertisement

কমিশনের তরফে জানানো হয়েছে, কম্পিউটারের ক্রটির জন্য এই বিভ্রাট ৷ বিখ্যাত এক অভিনেত্রীর নামে ওই ছাত্রীর নাম ৷ যদিও দু’জনের পদবি আলাদা ৷ তবুও কোনও ক্রুটির কারণে ছাত্রীর ছবির জায়গায় অভিনেত্রীর খোলামেলা একটি ছবি ছাপা হয়ে যায় ৷

স্টাফ সিলেকশনের পাঠানো অ্যাডমিটের ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল ৷ অ্যাডমিটে ছাত্রীর নাম ঠিকানার মতো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের পাশে জ্বলজ্বল করছে এক মহিলার ন্যুড ছবি ৷ ফলে কমিশনের ভুলে ওই মেয়েটি এখন সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষার অ্যাডমিট এবং আধার কার্ডে গরু, কুকুরের ছবি ছাপার ঘটনা সামনে এসেছে ৷ কিন্তু অ্যাডমিটে নগ্ন ছবি ছাপার ঘটনা এই প্রথম ৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্টাফ সিলেকশন কমিশনের পাঠানো ছাত্রীর অ্যাডমিটে ‘নগ্ন’ নারীর ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল