TRENDING:

Girl Child Sold: লক্ষাধিক টাকায় ৭ বার বিক্রি হল ৩ মাসের শিশু কন্যা! চমকপ্রদ ঘটনায় বাবা সহ গ্রেফতার ১১

Last Updated:

Girl Child Sold in Andhra Pradesh: তিন মাস বয়সী ওই শিশুকন্যা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিক্রি (Girl Child Sold) হতে হতে অবশেষে মায়ের কোল ফিরে পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অন্ধ্রপ্রদেশ: বয়স মাত্র ৩ মাস! আর এই তিনমাসেই ৭ বার বিক্রি (Girl Child Sold) করা হল একরত্তি শিশুকন্যাকে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে। তিন মাস বয়সী ওই শিশুকন্যা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিক্রি (Girl Child Sold) হতে হতে অবশেষে মায়ের কোল ফিরে পেয়েছে। পশ্চিম গোদাবরী জেলার এক ব্যক্তির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ এবং তার মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। সংবাদমাধ্যমকে ঘটনাটির বিষয়ে বিশদে জানিয়ে ডেপুটি পুলিশ সুপার, মঙ্গলাগিরি জে রামবাবু জানান, মেদাবালিমি মনোজ গণলাইহপেটের দিনমজুর। তার তিনটি মেয়ে রয়েছে। মদ্যপানে আসক্ত মনোজের পক্ষে তিন কন্যাকে মানুষ করতে পারা অসম্ভব ছিল। তাই সবচেয়ে ছোট শিশুটিকেই বিক্রি (Girl Child Sold) করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ডিএনএ টেস্টের রিপোর্টে প্রকাশ্যে আসে চরম সত্য। জানা যায় স্বামীর জৈবিক পুত্রই দম্পতির সেই দত্তক ছেলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই মহিলার পায়ের নিচের মাটি সরে যায়। এর কারণ ডেভ, অর্থাৎ মহিলার স্বামী, সেই সন্তানের আসল পিতা। কারণ দুজনের ডিএনএ মিলে গিয়েছে। পরে ডেভ স্বীকার করেন যে অন্য দেশের একজন মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু সেই মহিলা সেই সন্তান নিতে চাননি।
ডিএনএ টেস্টের রিপোর্টে প্রকাশ্যে আসে চরম সত্য। জানা যায় স্বামীর জৈবিক পুত্রই দম্পতির সেই দত্তক ছেলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই মহিলার পায়ের নিচের মাটি সরে যায়। এর কারণ ডেভ, অর্থাৎ মহিলার স্বামী, সেই সন্তানের আসল পিতা। কারণ দুজনের ডিএনএ মিলে গিয়েছে। পরে ডেভ স্বীকার করেন যে অন্য দেশের একজন মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, কিন্তু সেই মহিলা সেই সন্তান নিতে চাননি।
advertisement

আরও পড়ুন- কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা মিটিয়েছে বায়ু ও সৌরশক্তি!

তেলেঙ্গানার নালগোন্ডা জেলার মেঘাওয়াথ গায়ত্রী নামে এক মহিলার কাছে ৭০,০০০ টাকায় নাগলক্ষ্মীর মাধ্যমে শিশুটিকে বিক্রি করেন তার বাবা। বিষয়টি না জেনেই শিশুটির ঠাকুমা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। শিশুটিকে খুঁজে বের করতে পুলিশের বিশেষ দলও গঠন করা হয়। পরে পুলিশ জানতে পারে যে গায়ত্রী ওই শিশু কন্যাটিকে নালগোন্ডা জেলার পালকেড গ্রামের লাম্বাডি দেবলা তান্ডার ভুকিয়া নন্দু নামে এক মহিলার কাছে ১,২০,০০০ টাকায় বিক্রি (Girl Child Sold) করেছে।

advertisement

শিশুটিকে ওই দামে কিনে ভুকিয়া নন্দু আবার হায়দরাবাদের দিলশুক নগরের এসকে নুরজাহানের কাছে ১,৮০,০০০ টাকায় বিক্রি (Girl Child Sold) করে দেয়। নুরজাহান শিশুটিকে হায়দরাবাদের নারায়ণগুড়ার চিক্কাদপল্লীর বোম্মাদা উম্মাদেবী নামে এক বিবাহিত মহিলার কাছে ১,৯০,০০০ টাকায় বিক্রি করেন।

আবার, বোম্মাদা উমাদেবী শিশুটিকে ২,০০,০০০ টাকায় বিক্রি করেন বিজয়ওয়াড়া বেঞ্জ সার্কেলের পাদালা শ্রাবণীর কাছে। পাদালা শ্রাবণী শিশু কন্যাটিকে গোল্লাপুডির গরিকামুক্কু বিজয়লক্ষ্মীর কাছে ২,২০,০০০ টাকায় বিক্রি করেন। শেষমেশ, শিশুকন্যাটিকে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এলুরুর ভারে রমেশের কাছে ২,৫০,০০০ টাকায় বিক্রি (Girl Child Sold) করা হয়।

advertisement

আরও পড়ুন- হামেশাই ব্যবহার করছেন সুগন্ধি মোমবাতি? সতর্ক না হলে শরীরের ক্ষতি হবে এভাবেই

“প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিশু বিক্রির সঙ্গে জড়িত সবাই কোনও সংগঠিত শিশু পাচারচক্রের অংশ ছিল না। তারা কেবল আরও বেশি অর্থ উপার্জনের জন্যই এমনটা করেছিল,” বলেন ডিএসপি রামবাবু।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিনি আরও জানান, মেয়েটির বাবা সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে IPC-এর ধারা ৩৭২ এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Girl Child Sold: লক্ষাধিক টাকায় ৭ বার বিক্রি হল ৩ মাসের শিশু কন্যা! চমকপ্রদ ঘটনায় বাবা সহ গ্রেফতার ১১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল