TRENDING:

গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ ! আপত্তি তুললেন বিজেপি সাংসদ, এর বদল করা কি সম্ভব?

Last Updated:

Gaya Airport’s ‘GAY’ Code Uncomfortable: বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিং গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ রাখা নিয়ে আপত্তি জানান। তাঁর দাবি, গয়ার মতো পবিত্র শহরের বিমানবন্দরের কোডনেম GAY রাখায় অস্বস্তিতে পড়েছেন সেখানকার মানুষ। সংস্কৃতির নিরিখে এই কোডনেম অত্যন্ত অবমাননাকর। তাই এই কোডনেম অবিলম্বে বদলালেই ভাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
GAYA Airport Codename: নামের তিনটি অক্ষর ধরে বিমানবন্দরের কোডনেম তৈরি হয়। পৃথিবীর সর্বত্রই এই নিয়ম চালু রয়েছে। কিন্তু গয়া বিমানবন্দরের কোড নাম নিয়ে হঠাৎ করেই বিপত্তি ! এই বিমানবন্দরের ‘GAY’ নিয়ে এবার আপত্তি তুললেন বিজেপির সাংসদ। তিনি এটা পাল্টানোর দাবি তুললেন ৷ গয়া বিমানবন্দরের কোডনেম নিয়ে আপত্তি তুললেন বিজেপির এক সাংসদ। রাজ্যসভার ওই সাংসদ শুধু এই নিয়ে আপত্তি তোলা নয়, কোডনেম বদল করার দাবিও করেছেন। তবে তাঁর দাবি মানা যে সম্ভব নয় তাও জানিয়ে দিয়েছে কেন্দ্র।
গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ ! আপত্তি তুললেন বিজেপি সাংসদ, এর বদল করা কি সম্ভব?
গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ ! আপত্তি তুললেন বিজেপি সাংসদ, এর বদল করা কি সম্ভব?
advertisement

আরও পড়ুন– তুতো ভাইয়ের সঙ্গে প্রথম বিয়ে, এরপর মেয়ে-জামাইয়ের সামনেই দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী ! সমাজের দিকে ছুড়ে দেন প্রশ্নও…

বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিং গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ রাখা নিয়ে আপত্তি জানান। তাঁর দাবি, গয়ার মতো পবিত্র শহরের বিমানবন্দরের কোডনেম GAY রাখায় অস্বস্তিতে পড়েছেন সেখানকার মানুষ। সংস্কৃতির নিরিখে এই কোডনেম অত্যন্ত অবমাননাকর। তাই এই কোডনেম অবিলম্বে বদলালেই ভাল ৷

advertisement

প্রসঙ্গত, গয়া শহরের নাম বদল করেছে বিহারের সরকার। পবিত্রতা এবং সেই স্থানের মাহাত্ম্যের কথা মাথায় রেখেই এই শহরের নাম গয়াজি করার সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের সরকার। কিন্ত বদল হয়নি গয়া বিমানবন্দরের কোডনেম। এই বিমানবন্দরের কোডনেম GAY। এই নিয়ে আপত্তির কথা তুলেছেন বিজেপির এক সাংসদ। ওই কোডনেম বদল করার দাবিও তুলেছেন বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিং।

advertisement

আরও পড়ুন– কানে শুনতে পান না, মুখেও নেই শব্দ ! পূজার সঙ্গে যেন এভাবেই কথা বলে নৃত্যের ছন্দ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, International Air Transport Association (IATA)-র নীতি অনুযায়ীই পৃথিবীর সমস্ত বিমানবন্দরের কোডনেম রয়েছে। বাণিজ্যিক বিমান পরিষেবার কথা মাথায় রেখেই কোডনেমের প্রচলন করা হয়েছে । আইএটিএ-র বিধি অনুযায়ী, অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া বিমানবন্দরের কোডনেম পাল্টানো যায় না।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ ! আপত্তি তুললেন বিজেপি সাংসদ, এর বদল করা কি সম্ভব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল