বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিং গয়া বিমানবন্দরের কোডনেম ‘GAY’ রাখা নিয়ে আপত্তি জানান। তাঁর দাবি, গয়ার মতো পবিত্র শহরের বিমানবন্দরের কোডনেম GAY রাখায় অস্বস্তিতে পড়েছেন সেখানকার মানুষ। সংস্কৃতির নিরিখে এই কোডনেম অত্যন্ত অবমাননাকর। তাই এই কোডনেম অবিলম্বে বদলালেই ভাল ৷
advertisement
প্রসঙ্গত, গয়া শহরের নাম বদল করেছে বিহারের সরকার। পবিত্রতা এবং সেই স্থানের মাহাত্ম্যের কথা মাথায় রেখেই এই শহরের নাম গয়াজি করার সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের সরকার। কিন্ত বদল হয়নি গয়া বিমানবন্দরের কোডনেম। এই বিমানবন্দরের কোডনেম GAY। এই নিয়ে আপত্তির কথা তুলেছেন বিজেপির এক সাংসদ। ওই কোডনেম বদল করার দাবিও তুলেছেন বিজেপি-র রাজ্যসভা সাংসদ ভীম সিং।
আরও পড়ুন– কানে শুনতে পান না, মুখেও নেই শব্দ ! পূজার সঙ্গে যেন এভাবেই কথা বলে নৃত্যের ছন্দ
প্রসঙ্গত, International Air Transport Association (IATA)-র নীতি অনুযায়ীই পৃথিবীর সমস্ত বিমানবন্দরের কোডনেম রয়েছে। বাণিজ্যিক বিমান পরিষেবার কথা মাথায় রেখেই কোডনেমের প্রচলন করা হয়েছে । আইএটিএ-র বিধি অনুযায়ী, অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া বিমানবন্দরের কোডনেম পাল্টানো যায় না।