TRENDING:

G 20 Summit: রাশিয়ার পরে এবার চিন! জি ২০ সামিটে সম্ভবত দিল্লিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট

Last Updated:

G 20 Summit: সংবাদসংস্থা রয়টার্সের সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে শি জিনপিং না আসলেও, চিনের প্রতিনিধি হিসাবে জি ২০ সামিটে যোগ দেবেন চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: আগামী সপ্তাহে দিল্লিতে শুরু হচ্ছে জি ২০ সামিট। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন এই বৈঠকে। কিন্তু এই বৈঠকে সম্ভবত যোগ দেবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদসংস্থা রয়টার্সের সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে শি জিনপিং না আসলেও, চিনের প্রতিনিধি হিসাবে জি ২০ সামিটে যোগ দেবেন চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
জি ২০ সামিটে সম্ভবত দিল্লিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট
জি ২০ সামিটে সম্ভবত দিল্লিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট
advertisement

প্রসঙ্গত, জি ২০ সামিটের বাইরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-র সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে বৈঠক হত বলে খবর পাওয়া যাচ্ছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শি জিনপিংয়েরও আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ছিল। কিন্তু চিনের প্রেসিডেন্ট না আসায় আপাতত সেই বৈঠকগুলি আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে চিনের প্রেসিডেন্ট কেন আসছেন না, সেই বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে।

advertisement

আরও পড়ুন, ‘আমাদের করোনা, মোমো বলেছে’, ভয়ঙ্কর অভিযোগ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে! বড় ঝামেলা

আরও পড়ুন, এসপি সিনহার লিঙ্কম্যান প্রসন্নের জামিনের আর্জি খারিজ, GR-D মামলায় কড়া নির্দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি ২০ বৈঠকে যোগ দেবেন না বলে জানা গিয়েছিল। তাঁর বদলে এই সামিটে আসবেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। এবার চিনের প্রেসিডেন্টও এই বৈঠক থেকে সরে দাঁড়ালেন। ভারত এবং চিনের সাম্প্রতিক সম্পর্কের জেরে এমন সিদ্ধান্ত কিনা, তাও এখনও স্পষ্ট নয়। জি ২০ সামিটের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ প্রশিক্ষিত বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। জি২০ সম্মেলনে আমেরিকা, সৌদি আরব, জাপান, ফ্রান্স, জার্মানির রাষ্ট্রপ্রধানরা ছাড়াও কানাডা, ব্রিটেন ও ইতালির প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
G 20 Summit: রাশিয়ার পরে এবার চিন! জি ২০ সামিটে সম্ভবত দিল্লিতে আসছেন না চিনের প্রেসিডেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল