TRENDING:

ফড়নবিস থেকে মোদি, প্রতিশ্রুতি পূরণ করেননি কেউই: বিস্ফোরক রাজ ঠাকরে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জালনা:  শিবসেনা বিজেপির বিবাদ নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজনৈতিক মহল । গতকালই বিজেপির বিরোধিতা করা নিয়ে মুখ খুলেছেন উদ্ভব ঠাকরে । তার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ । ২০১৯ এ জোট ছাড়াই মহারাষ্ট্র দখলের ডাক দিয়েছেন তিনি | এরই মধ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সমালোচনায় সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে ।
advertisement

ঠাকরের মতে চাকরীতে নিয়োগের ক্ষেত্রে মারাঠাদের জন্য আসন সংরক্ষণের নাম করে তাঁদের সাথে প্রতারণা করেছেন ফড়নবিস । ফড়নবিস ঘোষণা করেছিলেন বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় ৭২,০০০ হাজার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ১৬ শতাংশ আসন মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে । বহুকাল ধরেই আসন সংরক্ষণের দাবি জানিয়ে চলেছেন মারাঠা সংগঠনগুলি । বম্বে হাইকোর্টও এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত রায় দেয়নি । এরই মধ্যে ঠাকরে জানিয়েছেন সাধারণ মানুষকে অহেতুক বিভ্রান্ত করছেন ফড়নবিস ।

advertisement

তিনি প্রশ্ন করেছেন সরকার মাত্র ২ শতাংশ চাকরীর সুযোগ তৈরি করেছে । এত কম সংখ্যক চাকরী কীভাবে এই সমস্যা সমাধান করবে? ফড়নবিস সরকারের আরও নানান দাবিকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন ঠাকরে । মহারাষ্ট্রে জল ও বিদ্যুত সরবরাহের সমস্যা নিয়েও ফড়নবিস সরকারকে আক্রমণ করেছেন ঠাকরে ।

উল্লেখযোগ্য, রাহুল গান্ধির মোদিকে আলিঙ্গন করা নিয়ে তিনি জানিয়েছেন রাহুল কিছু ভুল আচরণ করেননি । শিবসেনাকেও আক্রমণ করেছেন তিনি । ঠাকরে জানিয়েছেন শিবসেনা দলের মতাদর্শ সম্পর্কে বিভ্রান্ত হয়ে গিয়েছে । কেন্দ্র ও মহারাষ্ট্রে এই জোট ভাঙনের পথেই এগিয়ে চলেছে বলে মনে করেন ঠাকরে ।

advertisement

আরও পড়ুন: পাঁচ দিনের আফ্রিকা সফরে যাচ্ছেন মোদি, বক্তব্য রাখবেন উগান্ডার সংসদেও

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

ঠাকরের আক্রমণের হাত থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রীও । তিনি বলেছেন একক সংখ্যাগরিষ্ঠ সরকার হিসেবে মোদি সরকার অসম্ভবকে সম্ভব করতে পারত । কিন্তু নোটবন্দী, জিএসটি আর 'স্বচ্ছ ভারত' নিয়ে মাথা ঘামাতে গিয়ে সেই সুযোগ সম্পূর্ণ হাতছাড়া করেছে বিজেপি সরকার । মোদি নিজের এলাকা বারাণসীতেইই গঙ্গা নদীর সংস্কার করতে পারেননি বলে বিদ্রুপ করেছেন ঠাকরে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফড়নবিস থেকে মোদি, প্রতিশ্রুতি পূরণ করেননি কেউই: বিস্ফোরক রাজ ঠাকরে