TRENDING:

Peacock Man Friendship: মানুষ-পাখি বন্ধুত্ব! রোজ পালক পিতার সঙ্গে দেখা করে, বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলে বনে ফিরে যায় ময়ূর

Last Updated:

Peacock Man Friendship: গ্রামের এক বাসিন্দার সঙ্গে এক ময়ূরের বন্ধুত্ব বিস্মিত করেছে সকলকে৷ ময়ূরটি সারা দিন থাকে গ্রামবাসীর সঙ্গে৷ রাতে ফিরে যায় নিজের দলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিবপুরী : কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল অমেঠীর যুবক আরিফের সঙ্গে তাঁর পোষা সারসের বন্ধুত্ব ও বিচ্ছেদ নিয়ে৷ সেরকমই এক আখ্যান ফের ফিরে এল মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়৷ এই জেলার পোহরী বিকাশখণ্ড গ্রামের মালবর্বে শাশ্বত হল মানুষ বিহঙ্গ বন্ধুত্ব৷ গ্রামের এক বাসিন্দার সঙ্গে এক ময়ূরের বন্ধুত্ব বিস্মিত করেছে সকলকে৷ ময়ূরটি সারা দিন থাকে গ্রামবাসীর সঙ্গে৷ রাতে ফিরে যায় নিজের দলে৷
advertisement

মালবর্বের বাসিন্দা দৌলতরাম ধাকড় জানিয়েছেন তিনি তিন বছর আগে জঙ্গলে একটি ময়ূর শাবককে পড়ে থাকতে দেখেন৷ তার আশেপাশে অন্য কোনও ময়ূরও ছিল না৷ যাতে কোনও বন্য পশু তাকে আক্রমণ না করে দৌলতরাম তাকে বাড়িতে নিয়ে আসেন৷

আরও পড়ুন :  এই বিজ্ঞানীই পৃথিবীর একমাত্র মানুষ যাঁর অস্থিভস্ম মিশেছে চাঁদের মাটিতে

advertisement

ময়ূর শাবকের নাম রাখেন রূবি৷ যথা সময়ে সে বড় হয়ে মিশে গেল ময়ূরের দলের সঙ্গে৷ কিন্তু ভুলতে পারেনি পালক পিতা দৌলতরামকে৷

আরও পড়ুন :  স্ত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োগ অভিনেত্রী, শেষে ভাড়াটে নকল বউকেই বিয়ে করতে মরিয়া যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ময়ূরের সঙ্গে দৌলতরামের বন্ধুত্বের বয়স পেরিয়েছে ৩ বছর বয়স৷ রোজ তাঁর সঙ্গে দেখা করতে গ্রামে আসে ময়ূরটি৷ কিছু সময় কাটিয়ে ফিরে যায় ময়ূরের দলের কাছে৷ সেখানে রাত কাটিয়ে সকালে ফের চলে আসেন দৌলতরামের কাছে৷ ময়ূর রুবির সঙ্গে খেলা করে দৌলতরামের বাড়ির খুদে সদস্যরাও৷ আজ পর্যন্ত কোনওদিন কোনও বাচ্চার সমস্যা হয়নি৷ কাউকে আঘাত করেনি ময়ূরটি৷ গ্রাম ও সংলগ্ন এলাকায় চর্চিত দৌলতরাম ও রুবি ময়ূরের বন্ধুত্বের কাহিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Peacock Man Friendship: মানুষ-পাখি বন্ধুত্ব! রোজ পালক পিতার সঙ্গে দেখা করে, বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলে বনে ফিরে যায় ময়ূর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল