TRENDING:

Fox takes away baby:ঘর থেকে ৯ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল হিংস্র পশু! এলাকায় প্রবল আতঙ্ক

Last Updated:

Fox takes away baby: রবিবার সকালে একটি হিংস্র পশু ৯ মাসের এক কিশোরীকে দরজা থেকে তুলে নিয়ে যায়৷ মেয়েটির নাম রানী কুমারী৷ বাবার নাম প্রেম সাগর। পরিবারের সদস্যরা জানায়, মেয়েটিকে একটি খাটে রাখা হয়েছিল। বিস্তারিত জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপালগঞ্জ: বিহারের গোপালগঞ্জ জেলার মহম্মদপুর থানার কাশী টেংরাহী গ্রামের ঘটনা। সেখানে মানুষকে আতঙ্কে ফেলে দিয়েছে শেয়ালদের সন্ত্রাস।
ঘর থেকে ৯ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল হিংস্র পশু! এলাকায় প্রবল আতঙ্ক
ঘর থেকে ৯ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল হিংস্র পশু! এলাকায় প্রবল আতঙ্ক
advertisement

জানা গিয়েছে, গত রবিবার সকালে একটি হিংস্র পশু ৯ মাসের এক কিশোরীকে দরজা থেকে তুলে নিয়ে যায়৷ মেয়েটির নাম রানী কুমারী৷ বাবার নাম প্রেম সাগর। পরিবারের সদস্যরা জানায়, মেয়েটিকে একটি খাটে রাখা হয়েছিল। হিংস্র পশুটি সেখানে পৌঁছে তাকে তুলে আখ ক্ষেতের দিকে ছুটে যায়। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন সাহায্যের জন্য জড়ো হয়।

advertisement

আরও পড়ুন: একসঙ্গে মদ্যপানের পরই ঝামেলা, পরস্পরকে গুলি দুই গ্যাংস্টারের! মৃত ১

কিশোরীর নিখোঁজ হওয়ার খবর এলাকায় শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। ডগ স্কোয়াড দলকেও ডাকা হয়েছে, যারা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে। স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিনে শেয়ালের আনাগোনা বেড়ে যাওয়ায় তাদের বাচ্চা ও ছাগলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বেড়েছে।

advertisement

স্থানীয় বাসিন্দা বিকাশ কুমার সিং বলেন, “এটি খুবই উদ্বেগজনক পরিস্থিতি। আমাদের শিশুরা এখন ঘরের বাইরে খেলতে ভয় পায়। আমাদের এই সমস্যার সমাধান দরকার যাতে এমন আর না ঘটে।”

আরও পড়ুন: দিনের পর দিন আত্মীয়ের লালসার শিকার, সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত শিক্ষিকার!

এই ধরনের পশুর আতঙ্ক বন্ধ করতে প্রশাসনের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছে মেয়েটির পরিবার। এলাকায় হিংস্র পশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা বাড়ছে এবং এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে অভিযোগ স্থানীয়দের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, যে তারা মেয়েটিকে খুঁজে বের করার এবং স্থানীয় গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এই ঘটনা শুধু পরিবারের সদস্যদেরই নয়, গোটা গ্রামের মানুষকে উদ্বিগ্ন করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য স্থানীয় প্রশাসনকে এ সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এই বিষয়টি গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং তারা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের সম্মুখীন হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Fox takes away baby:ঘর থেকে ৯ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল হিংস্র পশু! এলাকায় প্রবল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল