এ দিন ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়৷ জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় একদল দুষ্ক্তী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসে স্থানীয়দের থেকে তোলা আদায় করার চেষ্টা করে৷ তখনই নির্বিচারে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷
আরও পড়ুন: কালীঘাটে মমতার বাড়িতে অভিষেক, বেরোলেন দু’ ঘণ্টা পর! সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা
advertisement
ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি৷ ঘটনার পরই শাসক দলের সব মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷
এই হত্যাকাণ্ডের পরই থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন৷ ২০২৩ সালের শুরু থেকেই দীর্ঘ সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল মণিপুর৷ সংঘর্ষে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয়ে পড়েন প্রায় ৬০ হাজার মানুষ৷