TRENDING:

বৌমার চুলের মুঠি ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বার করলেন ঐশ্বর্যের শাশুড়ি,সামনে এল চাঞ্চল্যকর ভিডিও!

Last Updated:

মেয়ের এই অবস্থার খবর পেয়ে ছুটে আসে ঐশ্বর্যের পরিবার৷ মেয়ের শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে তারাও অভিযোগ করতে থাকেন৷ লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাটনা: শাশুড়ি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বৌমা৷ তিনি বলছেন যে শাশুড়ি মা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন৷ এবং তার ওপর চালিয়েছেন অত্যাচার৷ বৌমার চুলের মুঠি ধরে তাকে হিড় হিড় করে ঘর থেকে বাইরে টেনে বার করেছেন শাশুড়ি, এমনই অভিযোগ তুলেছেন বৌমা৷ হাইপ্রোফাল ঝামেলার খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে৷ শুধু এই অভিযোগ নয়, নিয়মিত শাশুড়ি তাকে মারধর করত বলেও অভিযোগ করেছেন তিনি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন ভয়ঙ্কর অভিযোগ চর্চার কেন্দ্রে৷ অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং অভিযোগ এনেছেন তার পুত্রবধূ ঐশ্বর্য রাই৷
advertisement

লালুর প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্যের৷ বেশ কিছুদিন ধরে শাশুড়ি-বৌমার ঝামেলার খবর ভাইরাল! এবার বাড়ির বাইরে বসে কাঁদতে দেখা গেল তেজ প্রতাপের স্ত্রীকে৷ লালু প্রসাদের বাড়ির ১০, সার্কুলার রোড রেসিডেন্সির বাইরে বসে অঝোরে কাঁদতে থাকেন ঐশ্বর্য৷ এতেই শুরু হয় জল্পনা৷ তারপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন লালু যাদবের পুত্রবধূ৷ তিনি বলেন যে বাড়িতে বসে টিভি দেখছিলেন৷ এমন সময় তার স্বামী ফোনে জানান যে তার এবং তার বাপের বাড়ির বিরুদ্ধে পাটনা বিশ্ববিদ্যালয়ে আপত্তিজনক পোস্টার ছেপেছে৷ এরপর তিনি শ্বশুর ও শাশুড়ির সামনে এর প্রতিবাদ জানান৷ ব্যাস, তারপরই শুরু মারধর৷

advertisement

File photo

আরও পড়ুন জামিয়ার অশান্তির ভিডিওতে ভুল করে লাইক অক্ষয়ের! পরে বুঝতে পেরে চাইলেন ক্ষমা

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

মেয়ের এই অবস্থার খবর পেয়ে ছুটে আসে ঐশ্বর্যের পরিবার৷ মেয়ের শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে তারাও অভিযোগ করতে থাকেন৷ লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বৌমার চুলের মুঠি ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বার করলেন ঐশ্বর্যের শাশুড়ি,সামনে এল চাঞ্চল্যকর ভিডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল