লালুর প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্যের৷ বেশ কিছুদিন ধরে শাশুড়ি-বৌমার ঝামেলার খবর ভাইরাল! এবার বাড়ির বাইরে বসে কাঁদতে দেখা গেল তেজ প্রতাপের স্ত্রীকে৷ লালু প্রসাদের বাড়ির ১০, সার্কুলার রোড রেসিডেন্সির বাইরে বসে অঝোরে কাঁদতে থাকেন ঐশ্বর্য৷ এতেই শুরু হয় জল্পনা৷ তারপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন লালু যাদবের পুত্রবধূ৷ তিনি বলেন যে বাড়িতে বসে টিভি দেখছিলেন৷ এমন সময় তার স্বামী ফোনে জানান যে তার এবং তার বাপের বাড়ির বিরুদ্ধে পাটনা বিশ্ববিদ্যালয়ে আপত্তিজনক পোস্টার ছেপেছে৷ এরপর তিনি শ্বশুর ও শাশুড়ির সামনে এর প্রতিবাদ জানান৷ ব্যাস, তারপরই শুরু মারধর৷
advertisement
আরও পড়ুন জামিয়ার অশান্তির ভিডিওতে ভুল করে লাইক অক্ষয়ের! পরে বুঝতে পেরে চাইলেন ক্ষমা
মেয়ের এই অবস্থার খবর পেয়ে ছুটে আসে ঐশ্বর্যের পরিবার৷ মেয়ের শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে তারাও অভিযোগ করতে থাকেন৷ লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা৷