TRENDING:

দেখুন এই চিকিৎসকের দুরন্ত নাচের ভিডিও, ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকেও

Last Updated:

প্রথমবার ১৯৮১ সালে মেডিক্যাল কলেজে নেচে ছিলেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশাখাপত্তনম: ইন্টারনেটের দুনিয়ায় কখন যে কে জনপ্রিয় হবেন বা কখন কার ভাগ্যের চাকা ঘুরবে তা বলা যায়নি ৷ একটি ভিডিওতে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন রানাঘাট স্টেশনের ভবঘুরে রাণু মণ্ডল ৷ গেয়েছেন এবাররে পুজোর থিম সং ৷
advertisement

এর আগে দুরন্ত নাচের মাধ্যমে প্রচারের আলোতে এসেছিলেন ডাব্বু আঙ্কেল বা ডান্সিং আঙ্কেল ৷ তিনি মনে প্রাণে গোবিন্দার ভক্ত ৷ পরে অবশ্য তিনি গোবিন্দার দেখা পেয়েছিলেন ৷ এবার এক প্রতারের আলোয় এক চিকিৎসক তিনি যার নাচ দেখলে ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আক্কেনি নাগেশ্বর রাও তিনি পেশায় একজন চিকিৎসক ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা চিকিৎসক নেচে সমস্ত কিচকেই পিছনে ফেলে দিয়েছেন ৷ তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন প্রথমবার কোমর দুলিয়েছিলেন ১৯৮১ সালে মেডিক্যাল কলেজে ৷ ২০০টি ডান্স ইভেন্টে নেচেছেন তিনি ৷ ১৯৯৬ সালে নাচের জন্য বিশেষ মর্যাদাও পেয়েছিলেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেখুন এই চিকিৎসকের দুরন্ত নাচের ভিডিও, ভুলে যাবেন ডান্সিং আঙ্কেলকেও