আপনার নাম ভোটার লিস্টে যুক্ত হবে কিনা ঠিক করবেন এঁরাই! জানেন BLO, ERO, AERO-দের কাজ কী?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই সময় রাজ্যে ভোটার তালিকা করার প্রক্রিয়া আরও দ্রুত করেছে। কমিশনের মতে, এবারের লক্ষ্য হলো ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, এবং সঠিক করা।
advertisement
1/7

বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, অন্যদিকে এর মধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে দ্বিতীয় পর্বের এসআইআরের ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এই সময় রাজ্যে ভোটার তালিকা করার প্রক্রিয়া আরও দ্রুত করেছে। কমিশনের মতে, এবারের লক্ষ্য হলো ভোটার তালিকাকে আরও স্বচ্ছ, এবং সঠিক করা।
advertisement
2/7
কিন্তু আপনি কি জানেন, আপনার নাম কীভাবে ভোটার তালিকায় যুক্ত হয়? কারা ঠিক করে যে আপনি ভোট দিতে পারবেন কি না? আর কে নিশ্চিত করে যে কেউ ভুয়ো ভাবে তালিকায় যুক্ত না হয়? চলুন, জেনে নেওয়া যাক —BLO, ERO এবং AERO-র সম্পূর্ণ ভূমিকা।
advertisement
3/7
এক একজন BLO দেখভাল করেন প্রায় ১,০০০ ভোটারনির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতি ১,০০০ জন ভোটারের জন্য একজন Booth Level Officer (BLO) নিয়োগ করা হয়। এঁরাই আসলে নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে নিচের স্তরের কর্মী।তাঁদের কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা, নতুন ভোটারদের ফর্ম নেওয়া, পুরোনো রেকর্ড সংশোধন করা এবং ভুয়া নাম বাদ দেওয়া।
advertisement
4/7
বিহারের প্রতিটি জেলায় এখন BLO-রা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ফর্ম পূরণে সাহায্য করছেন, যাতে কেউ নতুন ভোটার হিসেবে বাদ না পড়ে। যদি কারও নাম তালিকা থেকে বাদ পড়ে বা ঠিকানা ভুল থাকে, তবে BLO-ই ফর্ম-৬ বা ফর্ম-৮ পূরণ করতে সাহায্য করেন।
advertisement
5/7
এই প্রসঙ্গে কমিশন জানায়, প্রতি BLO তার এলাকার ১,০০০ ভোটারের দায়িত্বে থাকে, যাতে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা যায়।
advertisement
6/7
বিধানসভা এলাকার দায়িত্ব: ERO-র হাতেপ্রতিটি বিধানসভা এলাকায় একজন Electoral Registration Officer (ERO) থাকেন। সাধারণত এঁরা SDM পদমর্যাদার কর্মকর্তা, এবং পুরো বিধানসভা এলাকার ভোটার তালিকার প্রধান দায়িত্ব তাঁদের। BLO-র পাঠানো রিপোর্ট তাঁদের কাছেই যায়।তাঁরাই ঠিক করেন — কার নাম তালিকায় যুক্ত হবে, কার নাম মুছে ফেলা হবে, বা কোন তথ্য সংশোধন প্রয়োজন।বিহার এবং পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে, যেখানে প্রতিটি আসনে লক্ষাধিক ভোটার রয়েছেন, সেখানে ERO-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেষ সিদ্ধান্ত তাঁরই স্বাক্ষরে চূড়ান্ত হয়।
advertisement
7/7
AERO: ERO-র সহকারী হিসেবেAssistant Electoral Registration Officer (AERO) হচ্ছেন ERO-র সহকারী কর্মকর্তা।তাঁরা BLO-র কাজ তদারকি করেন, প্রাথমিক পর্যায়ের রিপোর্ট যাচাই করেন এবং যদি কোনো ভোটার অনলাইনে বা অফলাইনে অভিযোগ জানান, তবে তা দ্রুত সমাধান করার ব্যবস্থা নেন।