১০-১২ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এটাই প্রথম নয়। এর আগেও তাঁর রোম এবং চিন সফর বাতিল হয়েছে বিদেশমন্ত্রকের ছাড়পত্র না মেলায়। নেপালের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন।
advertisement
কিন্তু সূত্রের খবর, সেই আমন্ত্রণের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়, দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই প্রশ্নের উত্তরও দেয় নবান্ন। কিন্তু সূত্রের খবর, এরপরও সেই অনুমতি দেওয়া হয়নি।
যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিদেশ সফর বাতিল করতে হয়েছিল বিদেশ মন্ত্রকের অনুমতি না মেলায়। তারপরেও আবার নেপাল থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১১ ডিসেম্বর নেপাল যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুমতি না মেলার কারণেই এবারও বিদেশ সফরে যাওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
