বিদেশমন্ত্রী জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নয়াদিল্লির পক্ষ থেকে ঢাকাকে আবেদন করা হয়েছে। দুর্গাপুজোর সময় ভারতের আবেদনের পর সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য সেনা এবং বিডিআর মোতায়েন করেছিল সে দেশের সরকার। একই সঙ্গে অবশ্য বিদেশমন্ত্রী জানিয়েছেন, তবে বিদেশমন্ত্রীর তরফে এটাও জানানো হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন এবং স্বাধীনতার সুরক্ষা প্রদানের দায়িত্ব সে দেশের সরকারেরই।
advertisement
আরও পড়ুন: গ্রামের বাড়িতে চলে গেলেন শিন্ডে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহারাষ্ট্রে মন কষাকষি চরমে?
এ দিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জেরে এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে জোরদার করা হল নিরাপত্তা। মোতায়েন হল দিল্লি পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স৷ জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে কোনোও বিক্ষোভ মোকাবিলায় কাঁদানে গ্যাস হাতে তৈরি দিল্লী পুলিশের ব়্যাফ।
গতকাল কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশমন্ত্রকও৷