ভারতীয় রেলওয়ে দেশের মধ্যে অটোমোবাইল পরিবহণের জন্য সবচেয়ে পরিবেশ অনুকূল, লাভজনক ও দ্রুত পদ্ধতির দাবিদার। বর্তমান অর্থবর্ষে (আগস্ট ২০২৪ পর্যন্ত)উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের টার্মিনালগুলিতে মোট ৩১৫টি রেক আনলোড করা হয়েছে, যা পর্যন্ত পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি।
আরও পড়ুন: আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১
advertisement
২০২৩-২৪ সালে ৬৬০টি রেক আনলোড করা হয়েছিল, অন্যদিকে ২০২২-২৩ অর্থবর্ষে ৫৪৩টি রেক আনলোড করা হয়েছিল। অর্থবর্ষ ২০২২-২৩ থেকে অর্থবর্ষ ২০২৩-২৪ পর্যন্ত আনলোড করা রেকের সংখ্যা ২২% বৃদ্ধি পেয়েছে।
প্রকৃতপক্ষে চলতি অর্থবর্ষেও বৃদ্ধির হার বজায় রয়েছে৷ ২০২৪ সালের অগাস্ট মাসের মধ্যে ইতিমধ্যে ৩১৫টি রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত আগিয়াঠুরি, নিউ গুয়াহাটি, সালচাপ্রা ও জিরানীয়া, রঙিয়া ডিভিশনের অন্তর্গত বাইহাটা, চাংসারি ও মির্জা, আলিপুরদুয়ার ডিভিশনের হাসিমারা এবং কাটিহার ডিভিশনের রাঙাপানি পণ্যবাহী টার্মিনালে অটোমোবাইল রেকের আনলোডিং পূর্ববর্তী অর্থবর্ষ ২০২৩-২৪-এর চেয়ে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে পরিকাঠামো বৃদ্ধি ও পরিচালনমূলক দক্ষতার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। একাধিক টার্মিনালে অধিক অটোমোবাইল আনলোডিং পরিচালনা করার ক্ষমতা আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয় এক গুরুত্বপূর্ণ অংশীদার হতে সক্ষম হয়েছে।
চলিত অর্থবর্ষ ২০২৪-২৫-এই অগ্রগতির ধারা অব্যাহত থাকার পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগের সমস্ত রেকর্ডও ভেঙে ফেলবে।