Donald Trump: আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১

Last Updated:

Donald Trump News: ট্রাম্প নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। এফবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে , ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর।

আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! (File Photo)
আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! (File Photo)
ওয়াশিংটন: ফের হামলা ডোনাল্ড ট্রাম্পের উপর ! ফের তাঁকে লক্ষ্য করে ছোড়া হল গুলি! তবে এই যাত্রাতেও বেঁচে গেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ ফ্লোরিডায় তাঁর গল্ফ ক্লাবে গুলি চলে রবিবার। ট্রাম্প অবশ্য নিরাপদেই রয়েছেন বলে জানানো হয়েছে। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাই। অন্তত চার বার ওই অভিযুক্ত গুলি চালিয়েছিল বলে জানা গিয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
রবিবার তিনি ফ্লোরিডার একটি গল্ফ কোর্সে খেলছিলেন, সেই সময় গুলির শব্দ শোনা যায় ৷ প্রায় দু’মাস আগে একটি সমাবেশ তাঁর উপর হামলার ঘটনা ঘটে ৷ ট্রাম্পের নির্বাচনী প্রচার টিম রবিবার জানিয়েছে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই এলাকাটি সিল করে দেওয়া হয় ৷
advertisement
advertisement
এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের একটি সভায় তাঁর উপর হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। গুলিও চালিয়েছিল সে। অল্পের জন্য সে বার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। তবে কান থেকে রক্ত ঝরেছিল বিস্তর। রবিবার আবার ট্রাম্পের উপর হামলার চেষ্টা হল।
advertisement
এফবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে , ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement