TRENDING:

Food Poison: ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক

Last Updated:

Women Died After Eating Dalia: ডালিয়া কম বেশি আমরা সবাই খাই। তবে এই ডালিয়াই এবার জীবন কেড়ে নিল দুই মহিলার। বিষাক্ত ডালিয়া খেয়ে সঙ্কটজনক অবস্থায় একাধিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা খবর: আমরা প্রত্যেকেই জীবনে বহুবার ডালিয়া খেয়েছি। এমনকি প্রায়শই হাসপাতালগুলিতে রোগীদের হালকা খাবার দেওয়ার জন্য শুধুমাত্র ডালিয়া দেওয়া হয়। কিন্তু কখনও শুনেছেন এটা খেয়ে কেউ মারা যেতে পারে বা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে? বৃহস্পতিবার ওড়িশার কান্ধমাল জেলায় একই রকম একটি ঘটনা প্রকাশ্যে আসে। এখানে দু’জন মহিলা মারা গেলেন এবং ছয়জন আম ডালিয়া খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে তাদের অবস্থাও বেশ  গুরুতর।
 আমি দিয়ে ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক
আমি দিয়ে ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক
advertisement

আরও পড়ুন: ‘হ্যালো, হোটেলে আছি, একা এসো…’, বিয়ের আগে হোটেলে বরকে ডাকে মেয়েটি, ফাঁদে পা দিতেই কেলেঙ্কারি!

এখন প্রশ্ন উঠছে, এমন কী ছিল এই ডালিয়ায় যে এত বড় ঘটনা হয়ে গেল। পুলিশ জানিয়েছে, আমের বীজ থেকে এই ডালিয়া তৈরি করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন যে দারিংবাড়ি ব্লকের মান্দিপাঙ্কা গ্রাম থেকে আমের বীজ থেকে তৈরি ডালিয়ার  বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। দুধ বা জলে ফুটিয়ে এই ডালিয়া তৈরি করা হয়। গদাপুরের সরপঞ্চ কুমারী মালিক জানান, বৃহস্পতিবার রাতে গজপতি জেলার মোহনা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলার একজনের মৃত্যু হয়েছে।

advertisement

পঞ্চায়েত সদস্য জানান, অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার সকালে আর এক মহিলাকে এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: দীপাবলির উৎসবে জোড়া খুন, বাজি ফাটানোর সময় গুলিবিদ্ধ কাকা-ভাইপো! দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ সুব্রত দাস জানান, আমের ডালিয়া খেয়ে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, “সঙ্কটজনক অবস্থায় ছয়জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সন্দেহ, ডালিয়া বিষাক্ত হওয়ায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তদন্ত শেষ হলে রোগের সঠিক কারণ জানা যাবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Food Poison: ডালিয়া খেতেই সর্বনাশ, মৃত দুই মহিলা! বিষক্রিয়ার শিকার একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল