আরও পড়ুন: ‘হ্যালো, হোটেলে আছি, একা এসো…’, বিয়ের আগে হোটেলে বরকে ডাকে মেয়েটি, ফাঁদে পা দিতেই কেলেঙ্কারি!
এখন প্রশ্ন উঠছে, এমন কী ছিল এই ডালিয়ায় যে এত বড় ঘটনা হয়ে গেল। পুলিশ জানিয়েছে, আমের বীজ থেকে এই ডালিয়া তৈরি করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন যে দারিংবাড়ি ব্লকের মান্দিপাঙ্কা গ্রাম থেকে আমের বীজ থেকে তৈরি ডালিয়ার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। দুধ বা জলে ফুটিয়ে এই ডালিয়া তৈরি করা হয়। গদাপুরের সরপঞ্চ কুমারী মালিক জানান, বৃহস্পতিবার রাতে গজপতি জেলার মোহনা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলার একজনের মৃত্যু হয়েছে।
advertisement
পঞ্চায়েত সদস্য জানান, অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার সকালে আর এক মহিলাকে এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দীপাবলির উৎসবে জোড়া খুন, বাজি ফাটানোর সময় গুলিবিদ্ধ কাকা-ভাইপো! দেখুন ভিডিও
স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ সুব্রত দাস জানান, আমের ডালিয়া খেয়ে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, “সঙ্কটজনক অবস্থায় ছয়জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সন্দেহ, ডালিয়া বিষাক্ত হওয়ায় সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তদন্ত শেষ হলে রোগের সঠিক কারণ জানা যাবে।”