একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রায়শই বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতেন মোদী ৷ মনমোহনকে ‘মৌন-মোহন’ বলে কটাক্ষ করত মোদীর দল ৷ সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্যায় মুখ খোলার পরামর্শও দিতেন প্রধানমন্ত্রীকে ৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, মনমোহনের ফেলে যাওয়া সেই আসনে বসে এখন নিজের পূর্বসূরীর পথে হাঁটছেন মোদীও ৷ নিজের সেই উপদেশ, এখন মোদী নিজেই কেন মানছেন না, প্রশ্ন তোলেন মনমোহন সিংহ ৷
advertisement
আরও পড়ুন:নতুন নয়, মহাভারতের সময়েও ছিল ইন্টারনেট, চাঞ্চল্যকর দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
উত্তরপ্রদেশের উন্নাও, জম্মু-কাশ্মীরের কাঠুয়া, দু’টি নাবালিকা ধর্ষণকাণ্ডেই নাম জড়িয়েছে মোদীর দলের নেতা মন্ত্রীদের ৷ উন্নাওকাণ্ডে মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা ৷ অন্য দিকে কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থনে মিছিল করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের ৷ কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে কার্যত মুখে কুলুপ দেশের ‘চৌকিদার’-এর ৷
আরও পড়ুন:ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে
গত শুক্রবার অম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রথম কাঠুয়া ও উন্নাও প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারতের মেয়েরা বিচার পাবে, অপরাধীরা কোনওভাবেই ছাড়া পাবে না।
কিন্তু বিরোধীদের বক্তব্য, ৫৬ ইঞ্চি ছাতির গলাটা ঠিক ততটা জোরালো নয় ৷ শাসক দলকে কটাক্ষ করে এ দিন মনমোহন বলেন, যদি প্রথম থেকে কাঠুয়াকাণ্ড কঠোর হাতে দমন করত মুফতি প্রশাসন, তাহলে বিষয়টি এত জটিল হত না ৷