TRENDING:

নিজের উপদেশ নিজে শুনুন, আমাকে না বলে এ বার নিজেও মুখ খুলুন, মোদীকে কটাক্ষ মনমোহনের

Last Updated:

দেশে একের পর এক ধর্ষণ, ঘটনার নৃশংসতায় চমকে উঠছেন মানুষ, উদ্বিগ্ন হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন ৷ কিন্তু গত কয়েকদিনের উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানার ঘটনায় একবারও জনসমক্ষে মুখ খুলতে দেখে যায়নি প্রধানমন্ত্রীকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে একের পর এক নাবালিকা ধর্ষণ ৷ ঘটনার নৃশংসতায় চমকে উঠছেন মানুষ, উদ্বিগ্ন হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন ৷ কিন্তু গত কয়েকদিনের উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানার ঘটনায় একবারও জনসমক্ষে মুখ খুলতে দেখে যায়নি প্রধানমন্ত্রীকে ৷ যেখানে সারা দেশজুড়ে চলছে আন্দোলন, প্রতিবাদ, মিছিল, মিটিং, সেখানে মাত্র একবারই নীরবতা ভঙ্গ করেছিলেন মোদী ৷ বলেছিলেন, দোষীরা শাস্তি পাবে ৷ এ বার সেই প্রসঙ্গেই নিজের উত্তরসূরীকে কটাক্ষ করলেন প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷
advertisement

একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রায়শই বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতেন মোদী ৷ মনমোহনকে ‘মৌন-মোহন’ বলে কটাক্ষ করত মোদীর দল ৷ সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্যায় মুখ খোলার পরামর্শও দিতেন প্রধানমন্ত্রীকে ৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, মনমোহনের ফেলে যাওয়া সেই আসনে বসে এখন নিজের পূর্বসূরীর পথে হাঁটছেন মোদীও ৷ নিজের সেই উপদেশ, এখন মোদী নিজেই কেন মানছেন না, প্রশ্ন তোলেন মনমোহন সিংহ ৷

advertisement

আরও পড়ুন:নতুন নয়, মহাভারতের সময়েও ছিল ইন্টারনেট, চাঞ্চল্যকর দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের উন্নাও, জম্মু-কাশ্মীরের কাঠুয়া, দু’টি নাবালিকা ধর্ষণকাণ্ডেই নাম জড়িয়েছে মোদীর দলের নেতা মন্ত্রীদের ৷ উন্নাওকাণ্ডে মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা ৷ অন্য দিকে কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থনে মিছিল করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের ৷ কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে কার্যত মুখে কুলুপ দেশের ‘চৌকিদার’-এর ৷

advertisement

আরও পড়ুন:ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে

গত শুক্রবার অম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রথম কাঠুয়া ও উন্নাও প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারতের মেয়েরা বিচার পাবে, অপরাধীরা কোনওভাবেই ছাড়া পাবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কিন্তু বিরোধীদের বক্তব্য, ৫৬ ইঞ্চি ছাতির গলাটা ঠিক ততটা জোরালো নয় ৷ শাসক দলকে কটাক্ষ করে এ দিন মনমোহন বলেন, যদি প্রথম থেকে কাঠুয়াকাণ্ড কঠোর হাতে দমন করত মুফতি প্রশাসন, তাহলে বিষয়টি এত জটিল হত না ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নিজের উপদেশ নিজে শুনুন, আমাকে না বলে এ বার নিজেও মুখ খুলুন, মোদীকে কটাক্ষ মনমোহনের