TRENDING:

প্লাবিত কাজিরাঙায় বিপন্ন বন্যপ্রাণ, প্রাণ বাঁচাতে জাতীয় সড়কে ঘুরছে একশৃঙ্গ গণ্ডার

Last Updated:

জলমগ্ন হয়ে পড়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান । পার্কের ৮০টি ক্যাম্প ইতিমধ্যেই জলমগ্ন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে । ২২ মে থেকে অসমের বিভিন্ন নদীতে বেড়ে চলেছে জলস্তর। তার মধ্যে গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি আরও উদ্বেগ বাড়াচ্ছে প্ৰশাসনের ।
advertisement

অসমে বন্যার জেরে বিপন্ন বন্যপ্রাণ। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ। পার্কের ৮০টি ক্যাম্প ইতিমধ্যেই জলমগ্ন । বেশ কিছু নীচু এলাকা প্লাবিত। ফলে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যাচ্ছে সংরক্ষিত অরণ্যের বন্যপ্রাণীরা। হাতি , গন্ডার, বাইসন, হরিণ খুঁজছে আশ্রয়। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক , বন্যপ্রানীরা রাস্তায় উঠে পড়ছে । শনিবার ৩৭ নম্বর জাতীয় সড়কে একটি একশৃঙ্গ গণ্ডারকে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর সাধারণ মানুষ বনদফতরকে খবর দেয় । পরে তাকে নিরাপদ আশ্রয়ে ফেরান হয়। এ দিকে,বনদফতরের আধিকারিকদের আশঙ্কা, বন্যার সুযোগে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠতে পারে । তাতে বিপন্ন হতে পারে কাজিরাঙ্গার সম্পদ একশৃঙ্গ গণ্ডারের প্রাণ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, অবিরাম বর্ষণে পরিস্থিতি ভয়াবহ। সবচেয়ে খারাপ অবস্থা ব্রহ্মপুত্র নদের ।.অনেক জায়গাতেই ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে। জলের তলায় চলে গিয়েছে বহু গ্রাম। অসমে এখনও পর্যন্ত ১৬ জেলায় আড়াই লক্ষেরও বেশি  মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন । এখনও পর্যন্ত অসমে ১৬ জনের প্রাণহানির খবর মিলেছে। অসম প্রশসান সূত্রে জানা গিয়েছে , ১৬টি জেলার ৭০৪টি  গ্রামের পরিস্থিতি সবেচেয় খারাপ। বন্যার কবলে ২ লক্ষ ৫৩ হাজার মানুষ ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্লাবিত কাজিরাঙায় বিপন্ন বন্যপ্রাণ, প্রাণ বাঁচাতে জাতীয় সড়কে ঘুরছে একশৃঙ্গ গণ্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল