TRENDING:

Assam Flash Flood: অসমের নদীতেও হড়পা বান, বিসর্জন দিতে গিয়ে ভেসে গেলেন ১০ জন! দেখুন ভিডিও

Last Updated:

বিসর্জনের সময় নদীর পাড়েও দাঁড়িয়ে ছিলেন অনেকে৷ তার মধ্যে আচমকাই নদীতে হড়পা বান চলে আসে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: জলপাইগুড়িতে দুর্গা পুজোর বিসর্জনে গিয়ে হড়পা বানে ভেসে গিয়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে৷ বুধবার একই দৃশ্যের সাক্ষী থাকল অসমের সোনিতপুর জেলার মিসামারি৷ সেখানে গাভারু নদীতেও বিসর্জনের সময় আচমকা হড়পা বান চলে আসে৷ ভেসে যান অন্তত দশজন৷ যদিও এক্ষেত্রে প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে৷ সেই ঘটনার হাড় হিম করা দৃশ্যই ক্যামেরাবন্দি করেন কেউ৷
অসমের নদীতে হড়পা বান৷
অসমের নদীতে হড়পা বান৷
advertisement

স্থানীয় সূত্রে খবর, সোনিতপুর জেলার গাভারু নদীতে এলাকার একটি দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হন অনেকে৷ এমনিতেই বর্ষায় নদীতে জলস্তর ভালই ছিল৷

advertisement

আরও পড়ুন: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

বিসর্জনের সময় নদীর পাড়েও দাঁড়িয়ে ছিলেন অনেকে৷ তার মধ্যে আচমকাই নদীতে হড়পা বান চলে আসে৷ ফলে কেউ কিছু বুঝে ওঠার আগেই অন্তত দশ জন ভেসে যায়৷ কিন্তু বাকি যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাই দ্রুত উদ্ধারকাজে নেমে জলে ভেসে যাওয়াদের উদ্ধার করেন৷ তা না হলে দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বুধবার রাতে একই ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে৷ সেখানে মাল নদীতে হড়পা বান আসায় বিসর্জন দিতে গিয়ে নদীর জলে ভেসে যান অন্তত কুড়ি থেকে পঁচিশ জন৷ ইতিমধ্যেই আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও চলছে উদ্ধারকাজ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Assam Flash Flood: অসমের নদীতেও হড়পা বান, বিসর্জন দিতে গিয়ে ভেসে গেলেন ১০ জন! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল