- আবহাওয়ার সতর্কতা-আজ, সোমবার সকালেও শীতের আমেজ। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামিকাল, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু রাজ্যে। বুধ ও বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বিস্তারিত পড়তে ক্লিক করুন
advertisement
2. বেলেঘাটায় নিজের সন্তানকে খুন মায়ের-বেলেঘাটার ঘটনায় চাঞ্চল্যকর মোড় ৷ নিজের সন্তানের ‘খুনি’ মা-ই ৷ পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে মা সন্ধ্যা মালু ৷ নিজেই শিশুকন্যাকে খুন করে ছিনতাইয়ের ‘নাটক’ করেছিল সন্ধ্যা ৷ জেরায় সন্দেহ হয় পুলিশের ৷ শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে সন্ধ্যা ৷ রবিবার রাতে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল শিশুর দেহ ৷ শিশুর দেহ এনআরএস-এ নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ সন্ধ্যা মালুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ ৷ আগামিকাল তাকে আদালতে তোলা হবে ৷ ধৃতের পুলিশি হেফাজতের দাবিও জানানো হবে ৷ বিস্তারিত পড়তে ক্লিক করুন
3. ভীম সেনা প্রধানকে আটক, আনা হচ্ছে দিল্লি- হায়দরাবাদের পথে নাগরিকত্ব আইন সিএএ এবং এনআরসি নিয়ে বিক্ষোভ দেখানোর ফলে রবিবারই আটক করা হয় ভীম আর্মি প্রধান চন্দ্রশেখরকে৷ সোমবার সকালে তিনি ট্যুইট করে জানান যে তাকে জোরপূর্বক দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে৷ বিস্তারিত পড়তে ক্লিক করুন
4. ভারত-নেপাল সীমান্তে করোনা ভাইরাসের সতর্কতা- চিনের পর নেপালেও মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। বাড়তি সতর্কতা ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে। সচেতনতা বাড়াতে করা হচ্ছে মাইকিংও। নেপাল থেকে যে সব পর্যটক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছেন, তাঁদের উপর নজরদারি চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন
5. হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবের -হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের ৷ মাত্র ৪১ বছর বয়সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কিংবদন্তী এই এনবিএ খেলোয়াড়ের ৷ রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের খুব কাছেই একটি অঞ্চলে ভেঙে পড়ে ব্রায়ান্টের চপার ৷ সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের মেয়ে জিয়ানাও ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় কোবের পাশাপাশি হেলিকপ্টারের অন্য চার আরোহীরও ৷ বিস্তারিত পড়তে ক্লিক করুন