চুড়ান্ত একনায়কতন্ত্র! অভিযোগ ভীম আর্মি প্রধানের, হায়দরাবাদে আটকের পর আনা হচ্ছে দিল্লিতে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চন্দ্রশেখরের দাবি যে তাঁকে আটক করার আগে তার দলের কর্মীদের ওপর লাঠি পেটা করে পুলিশ
#হায়দরাবাদ: হায়দরাবাদের পথে নাগরিকত্ব আইন সিএএ এবং এনআরসি নিয়ে বিক্ষোভ দেখানোর ফলে রবিবারই আটক করা হয় ভীম আর্মি প্রধান চন্দ্রশেখরকে৷ সোমবার সকালে তিনি ট্যুইট করে জানান যে তাকে জোরপূর্বক দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে৷ চন্দ্রশেখরের দাবি যে রবিবার বিক্ষোভ দেখানোর সময় তার দলের কর্মীদের মারধর করে পুলিশ৷ তেলেঙ্গানায় চূড়ান্ত একনায়কতন্ত্র চলছে বলেই মন্তব্য করেন ভীম আর্মির প্রধান৷ তার অভিযোগ যে প্রতিবাদ ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের থেকে৷ তিনি প্রতিবাদ করেছেন বলে তাকে মারধর করে আটক করা হয়েছে৷ এবং অন্যদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে দাবি চন্দ্রশেখরের৷ আটক করে আমায় হায়দরাবাদ এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে, বলেই ট্যুইটে জানান তিনি৷
तेलंगाना में तानाशाही चरम पर है लोगों के विरोध प्रदर्शन करने के अधिकार को छीना जा रहा है पहले हमारे लोगों को लाठियां मारी गई फिर मुझे गिरफ्तार कर लिया गया,अब मुझे एयरपोर्ट ले आएं है दिल्ली भेज रहे है। @TelanganaCMO याद रखे बहुजन समाज इस अपमान को कभी नही भूलेगा। जल्द वापिस आऊंगा
— Chandra Shekhar Aazad (@BhimArmyChief) January 27, 2020
advertisement
advertisement
২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেহদিপটনম থেকে আটক করা হয় দলিত নেতাকে৷ এদিন টাটা ইনস্টিটিউট ব সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে সিএএ ও এনআরসি বিরোধী মিছিল বের হয়৷ সেখানে ছাত্রছাত্রদীরে উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা ছিল চন্দ্রশেখরের৷ সংবিধানের প্রস্তাবনা পাঠ করার কথাও ছিল৷ তবে পুলিশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তা হয়নি৷
advertisement
এর আগে নাগরিক আইন বিরোধী প্রতিবাদের জন্য গ্রেফতার হন ভীম আর্মি প্রধান৷ তিহার জেলে বন্দী ছিলেন তিনি৷ তারপর জেল থেকে ছাড় পাওয়ার পর আবার আটক করা হল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2020 10:55 AM IST