রবিবার বহুচরা মাতার পুজোর পর পাঁচ কিন্নরী মাহী, জ্যোতি, রানী, কাজল এবং সৌম্যার বিয়ের আসর বসল। অনুষ্ঠানে শামিল হন তাঁদের পরিজনরা। গায়ে হলুদ পর্বের পর তাঁদের বিয়ে হল কিন্নর গুরু শারদা নায়কের সঙ্গে। প্রসঙ্গত শারদা নায়ক নিজেও তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত। সদ্য বিবাহিতা এই পাঁচকন্যার মধ্যে মাহী স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করেছেন। তাঁর কথায়, বৃহন্নলারাও মানুষ। তাই তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। সাধারণ মানব-মানবীর বিয়ের সব রীতিনীতি পালিত হয় এই কিন্নর বিয়েতেও। মাহী বলেন "যাঁদের আজ বিয়ে হল তাঁরা নিজেদের গুরুকে বিয়ে করেছেন। এখন তাঁরা গুরুর নামে সিঁদুর পরবেন। শৃঙ্গারও করবেন।"
advertisement
এই বিয়েতে কিন্নরদের পরিজনরাও খুশি। তাঁদের বক্তব্য, এই বিয়ের আয়োজন দেখে সুখ এবং দুঃখ দুটোই হচ্ছে। স্বাভাবিক রীতির বিয়ে অসম্ভব বলেই এই ভাবে গাঁটছড়া বাঁধা হল বলে জানাচ্ছেন অভিভাবকরা। কিন্তু তাঁদের অন্তত বিয়ে তো হল। একজন জীবনসঙ্গী তো পেলেন। এটাতেই মানসিক শান্তি, অশ্রসজল চোখে জানালেন এক বৃহন্নলার মা।