TRENDING:

Offbeat Wedding: ছাদনাতলায় অভিনব বিয়ে, সব রীতি নীতি পালন করে একই গুরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ৫ বৃহন্নলা

Last Updated:

Offbeat Wedding: এখানে ৫ জন 'কিন্নরী' বা বৃহন্নলা বিয়ে করলেন তাঁদের নিজেদের গুরুকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর : ছত্তীসগঢ়ের জাঞ্জগীর চম্পা জেলায় অভিনব বিয়ের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। এখানে ৫ জন 'কিন্নরী' বা বৃহন্নলা বিয়ে করলেন তাঁদের নিজেদের গুরুকে। তৃতীয় লিঙ্গের এই মানুষদের তরফে প্রথম বার এই জেলায় লোককল্যাণে ৩ দিনের কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। প্রথম দিন রবিবার বৃহন্নলারা নিজেদের আরাধ্যা দেবী বহুচরা মায়ের পুজো করেন। সোমবার পালিত হয় হলদি। মঙ্গলবার সূত্রপাত হয় তাঁদের কলসযাত্রার।
advertisement

রবিবার বহুচরা মাতার পুজোর পর পাঁচ কিন্নরী মাহী, জ্যোতি, রানী, কাজল এবং সৌম্যার বিয়ের আসর বসল। অনুষ্ঠানে শামিল হন তাঁদের পরিজনরা। গায়ে হলুদ পর্বের পর তাঁদের বিয়ে হল কিন্নর গুরু শারদা নায়কের সঙ্গে। প্রসঙ্গত শারদা নায়ক নিজেও তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত। সদ্য বিবাহিতা এই পাঁচকন্যার মধ্যে মাহী স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করেছেন। তাঁর কথায়, বৃহন্নলারাও মানুষ। তাই তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। সাধারণ মানব-মানবীর বিয়ের সব রীতিনীতি পালিত হয় এই কিন্নর বিয়েতেও। মাহী বলেন "যাঁদের আজ বিয়ে হল তাঁরা নিজেদের গুরুকে বিয়ে করেছেন। এখন তাঁরা গুরুর নামে সিঁদুর পরবেন। শৃঙ্গারও করবেন।"

advertisement

আরও পড়ুন :  কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে বাঘ থাকতে শুরু করেছে কামাখ্যা মন্দির লাগোয়া এলাকায়! আতঙ্ক চরমে! জারি ১৪৪ ধারা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই বিয়েতে কিন্নরদের পরিজনরাও খুশি। তাঁদের বক্তব্য, এই বিয়ের আয়োজন দেখে সুখ এবং দুঃখ দুটোই হচ্ছে। স্বাভাবিক রীতির বিয়ে অসম্ভব বলেই এই ভাবে গাঁটছড়া বাঁধা হল বলে জানাচ্ছেন অভিভাবকরা। কিন্তু তাঁদের অন্তত বিয়ে তো হল। একজন জীবনসঙ্গী তো পেলেন। এটাতেই মানসিক শান্তি, অশ্রসজল চোখে জানালেন এক বৃহন্নলার মা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Offbeat Wedding: ছাদনাতলায় অভিনব বিয়ে, সব রীতি নীতি পালন করে একই গুরুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ৫ বৃহন্নলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল