Royal Bengal Tiger: কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে বাঘ থাকতে শুরু করেছে কামাখ্যা মন্দির লাগোয়া এলাকায়! আতঙ্ক চরমে! জারি ১৪৪ ধারা

Last Updated:
Royal Bengal Tiger: বন দফতরের আধিকারিকদের মতে রয়্যাল বেঙ্গল টাইগার সপরিবারে বেরিয়ে পড়েছে কাজিরাঙা জঙ্গল থেকে। তাদের এখনকার ঠিকানা কালিয়াবর এলাকা।
1/7
রয়্যাল বেঙ্গল রহস্য এ বার জমে উঠেছে অসমে। সেখানে দিনে দুপুরে প্রশস্ত রাজপথে রাজকীয় ভঙ্গিমায় ঘুরছে বিশাল বাঘ।
রয়্যাল বেঙ্গল রহস্য এ বার জমে উঠেছে অসমে। সেখানে দিনে দুপুরে প্রশস্ত রাজপথে রাজকীয় ভঙ্গিমায় ঘুরছে বিশাল বাঘ।
advertisement
2/7
অসমের কাজিরাঙা অভয়ারণ্যে যাওয়ারও দরকার নেই। তার বাইরে চাবাগানে গাছের আড়ালে, গ্রামের পথে চলছে বাঘের দৃপ্ত পদচারণা।
অসমের কাজিরাঙা অভয়ারণ্যে যাওয়ারও দরকার নেই। তার বাইরে চাবাগানে গাছের আড়ালে, গ্রামের পথে চলছে বাঘের দৃপ্ত পদচারণা।
advertisement
3/7
লোকালয়ে বাঘের এই সফরের ছবি ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে অসমের কালিয়াবর অঞ্চলে।
লোকালয়ে বাঘের এই সফরের ছবি ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে অসমের কালিয়াবর অঞ্চলে।
advertisement
4/7
অসমের কালিয়াবরে নীলাচল পাহাড়ের উপর কামাখ্যা মন্দির। এই পাহাড়ের পাদদেশ এখন শের খানের আস্তানা।
অসমের কালিয়াবরে নীলাচল পাহাড়ের উপর কামাখ্যা মন্দির। এই পাহাড়ের পাদদেশ এখন শের খানের আস্তানা।
advertisement
5/7
বন দফতরের আধিকারিকদের মতে রয়্যাল বেঙ্গল টাইগার সপরিবারে বেরিয়ে পড়েছে কাজিরাঙা জঙ্গল থেকে। তাদের এখনকার ঠিকানা কালিয়াবর এলাকা। অভয়ারণ্যের বাইরে সেখানেই তারা থাকতে শুরু করেছে।
বন দফতরের আধিকারিকদের মতে রয়্যাল বেঙ্গল টাইগার সপরিবারে বেরিয়ে পড়েছে কাজিরাঙা জঙ্গল থেকে। তাদের এখনকার ঠিকানা কালিয়াবর এলাকা। অভয়ারণ্যের বাইরে সেখানেই তারা থাকতে শুরু করেছে।
advertisement
6/7
কামাখ্যা মন্দির যাওয়ার যে দু’টি পথে প্রায়ই বাঘ-দর্শন হচ্ছে, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
কামাখ্যা মন্দির যাওয়ার যে দু’টি পথে প্রায়ই বাঘ-দর্শন হচ্ছে, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
advertisement
7/7
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছলেও এখনও পর্যন্ত মানুষের উপর আক্রমণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ। তবে গ্রামের গবাদি পশু শিকার করছে। অর্থা‍‍ত এখনও পর্যন্ত মানুষখেকো পর্যায়ে পৌঁছয়নি এই রাজকীয় রয়্যাল বেঙ্গল বাঘ।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছলেও এখনও পর্যন্ত মানুষের উপর আক্রমণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ। তবে গ্রামের গবাদি পশু শিকার করছে। অর্থা‍‍ত এখনও পর্যন্ত মানুষখেকো পর্যায়ে পৌঁছয়নি এই রাজকীয় রয়্যাল বেঙ্গল বাঘ।
advertisement
advertisement
advertisement