TRENDING:

India's Rescue Operation in Ukraine: রোমানিয়া হয়ে দেশে ফিরছেন ২১৯ জন ভারতীয়, উদ্ধার নিয়ে আশ্বাস বিদেশমন্ত্রীর

Last Updated:

ভারতীয় পড়ুয়াদের আরও একটি দলকে হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যেই ইউক্রেনের দিক থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছেন এই ভারতীয় পড়ুয়ারা৷ (India's Rescue Operation in Ukraine)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ইউক্রেনে (Ukraine Crisis)আটক ভারতীয়দের নিয়ে মুম্বইয়ে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান৷ এ দিনই রোমানিয়া (Romania)থেকে ২১৯ জন যাত্রীকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বিশেষ এই বিমানটি৷ আজ রাতেই মুম্বই পৌঁছবে এই বিমান৷ ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করে এ দিনই আরও একটি বিমানের নিউ দিল্লিতে অবতরণ করার কথা৷
রোমানিয়া হয়ে ভারতে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা৷
রোমানিয়া হয়ে ভারতে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা৷
advertisement

অন্যদিকে ভারতীয় পড়ুয়াদের আরও একটি দলকে হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যেই ইউক্রেনের দিক থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছেন এই ভারতীয় পড়ুয়ারা৷ সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে৷

আরও পড়ুন: কিভের বহুতলেও আছড়ে পড়ল রুশ মিসাইল, ইউক্রেনের রাজধানী দখলে মরিয়া রাশিয়া

advertisement

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ট্যুইট বার্তায় জানিয়েছেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে সবরকম চেষ্টা করা হচ্ছে৷ ট্যুইট বার্তায় বিদেশমন্ত্রী লিখেছেন, 'আমাদের টিম চব্বিশ ঘণ্টা কাজ করছে৷ আমি নিজে গোটা উদ্ধার প্রক্রিয়ার তদারকি করছি৷ ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া থেকে প্রথম বিমানটি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে৷'

আরও পড়ুন: চোখে জল মুখে হাসি নিয়েই শপথপাঠ, গোলাবর্ষণের মধ্যেই বিয়ে প্রেমিক জুটির

advertisement

মুম্বইগামী এই বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেম-এর মাধ্যমে রোমানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রাহুল শ্রীবাস্তবও ভারতীয় পড়ুয়াদের আশ্বস্ত করেছেন৷ তিনি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনে থাকা প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করা হচ্ছে, এই অভিযান চলবে৷ বিমানে যাঁরা ফিরছেন তাঁদের সঙ্গে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের যোগাযোগ থাকলে এই বার্তা পৌঁছে দেওয়ার আর্জি জানান রাহুল শ্রীবাস্তব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান পরিবহণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেই কারণেই রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরির মতো ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি হয়ে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ তবে এখনও কয়েক হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন৷ খাবার, জল না মেলার অভিযোগও করেছেন তাঁরা৷

বাংলা খবর/ খবর/দেশ/
India's Rescue Operation in Ukraine: রোমানিয়া হয়ে দেশে ফিরছেন ২১৯ জন ভারতীয়, উদ্ধার নিয়ে আশ্বাস বিদেশমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল