ট্রেন ও স্টেশনগুলিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কোচ ও স্টেশনগুলিতে অটোমেটিক ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম-এর ব্যবস্থা করেছে। ২০২২-এর এপ্রিল-ডিসেম্বর সময়সীমার মধ্যে ৫৫টি এসি কোচে দেশীয় প্রযুক্তির ফায়ার ডিটেকশন সিস্টেম ও অটো স্টপেজ সিস্টেম স্থাপন করা হয়েছে। যেহেতু পাওয়ার কার ও প্যান্ট্রি কারে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা বেশি থাকে, তাই ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২৭২টি এলএইচবি (লিংক হফম্যান বুশ) এসি কোচের পাশাপাশি অতিরিক্তভাবে ৯৮টি পাওয়ার কার ও ৩৮টি প্যান্ট্রি কারে ফায়ার ডিটেকশন সিস্টেম স্থাপন করা হয়েছে। এ ছাড়াও, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৫০০টি নন-এসি কোচে চুরি-প্রতিরোধ ব্যবস্থা সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রদান করা হয়েছে, এই অর্থবর্ষের ডিসেম্বর পর্যন্ত ২১৫৫টি নন-এসি কোচে এই ধরণের ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- কমার্শিয়াল উড়ানের নতুন ইতিহাস- ২৫০ এয়ারবাস আর ২২০ বোয়িং কিনে রেকর্ড গড়ছে এয়ার ইন্ডিয়া !
অগ্নিকাণ্ডের ক্ষেত্রে রেলওয়ে স্টেশনগুলিও ঝুঁকিপূর্ণ। তাই বিভিন্ন স্টেশনের বিল্ডিংয়ে অটোমেটিক ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ২০২২-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ১৩টি স্টেশনে এই ধরণের ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম স্থাপন করা হয়েছে। ট্রেন পরিচালনা ও স্টেশনগুলির নিরাপত্তা বৃদ্ধি করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সারা রাত ভ্রমণ করার জন্য ব্যবহৃত সমস্ত এয়ার-কন্ডিশন কোচ ও স্টেশনগুলিতে অগ্রিম সতর্কতার ফায়ার ডিটেকশন সিস্টেম স্থাপন করা হবে।