মৃত বাবার নাম যশ যাদব (৩৫)। তাঁর ১০ বছর বয়সি এক ছেলে ও এক মেয়ে আগুন থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement
জানা গেছে, আগুনের সূত্রপাত হয় সকাল ১০টা নাগাদ, সাপথ সোসাইটির সপ্তম তলার একটি ফ্ল্যাটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মোট ৮টি ফায়ার টেন্ডার ও স্কাইলিফট পাঠানো হয় উদ্ধার কাজে।
যশ যাদব ও তাঁর দুই সন্তান আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ভয়ঙ্কর আহত শিশুদেরকে নিয়ে যশ যাদব হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তিনজনকেই মৃত ঘোষণা করা হয়—দুই শিশুকে আকাশ হাসপাতালে ও যাদবকে IGI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুন: হুইস্কি, ভদকা, বিয়ার না কি রাম! ভারতের সবচেয়ে জনপ্রিয় অ্যালকোহল কোনটি জানেন?
এই আগুনে যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে কোনওক্রমে প্রাণে বাঁচেন। তাঁদেরও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আগুন লাগার পর শপথ সোসাইটির সমস্ত বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকা থেকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) ও মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-কে খবর দিয়ে ভবনের গঠনগত স্থায়িত্ব খতিয়ে দেখতে বলা হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।