TRENDING:

Fire Accident Tragedy: মর্মান্তিক! দিল্লির দ্বারকায় আগুনে ঝলসে মৃত্যু বাবা ও ২ সন্তানের, ব্যালকনি থেকে লাফিয়ে প্রাণ হারালেন তিনজন, দেখুন ভিডিও...

Last Updated:

Fire Accident Tragedy: দিল্লির দ্বারকার সাপথ সোসাইটিতে আগুনে ঝলসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে ব্যালকনি থেকে লাফিয়ে পড়েন বাবা ও দুই শিশু। দমকল বাহিনী উদ্ধার কাজ চালালেও মৃত্যু এড়ানো যায়নি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দিল্লির দ্বারকার সাপথ সোসাইটিতে মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের—এক বাবা ও তাঁর দুই সন্তান।
মর্মান্তিক! দিল্লির দ্বারকায় আগুনে ঝলসে মৃত্যু বাবা ও ২ সন্তানের, ব্যালকনি থেকে লাফিয়ে প্রাণ হারালেন তিনজন, দেখুন ভিডিও...
মর্মান্তিক! দিল্লির দ্বারকায় আগুনে ঝলসে মৃত্যু বাবা ও ২ সন্তানের, ব্যালকনি থেকে লাফিয়ে প্রাণ হারালেন তিনজন, দেখুন ভিডিও...
advertisement

মৃত বাবার নাম যশ যাদব (৩৫)। তাঁর ১০ বছর বয়সি এক ছেলে ও এক মেয়ে আগুন থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: মেঘালয় হানিমুন কাণ্ডের পর এবার সিকিম! ফের হানিমুনে গিয়ে নিখোঁজ দম্পতি, মাত্র ৩৯ দিন আগেই হয়েছে বিয়ে…

advertisement

জানা গেছে, আগুনের সূত্রপাত হয় সকাল ১০টা নাগাদ, সাপথ সোসাইটির সপ্তম তলার একটি ফ্ল্যাটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মোট ৮টি ফায়ার টেন্ডার ও স্কাইলিফট পাঠানো হয় উদ্ধার কাজে।

যশ যাদব ও তাঁর দুই সন্তান আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ভয়ঙ্কর আহত শিশুদেরকে নিয়ে যশ যাদব হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তিনজনকেই মৃত ঘোষণা করা হয়—দুই শিশুকে আকাশ হাসপাতালে ও যাদবকে IGI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন: হুইস্কি, ভদকা, বিয়ার না কি রাম! ভারতের সবচেয়ে জনপ্রিয় অ্যালকোহল কোনটি জানেন?

এই আগুনে যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে কোনওক্রমে প্রাণে বাঁচেন। তাঁদেরও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আগুন লাগার পর শপথ সোসাইটির সমস্ত বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকা থেকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) ও মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (MCD)-কে খবর দিয়ে ভবনের গঠনগত স্থায়িত্ব খতিয়ে দেখতে বলা হয়েছে।

advertisement

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

বাংলা খবর/ খবর/দেশ/
Fire Accident Tragedy: মর্মান্তিক! দিল্লির দ্বারকায় আগুনে ঝলসে মৃত্যু বাবা ও ২ সন্তানের, ব্যালকনি থেকে লাফিয়ে প্রাণ হারালেন তিনজন, দেখুন ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল