ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে করা কটাক্ষের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে আমরা মূল্যবৃদ্ধি সামাল দিতে পারব’। বাজেট পেশ করার কয়েকদিন আগেই মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কড়া আক্রমণ করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
আরও পড়ুন: আপনার শরীরে ক্যানসার বাসা বেঁধে নেই তো? এই খাবারগুলি খেয়ে নেওয়ার আগে একটু ভাবুন!
advertisement
এক্স-এ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন শেয়ার করে তাঁর বক্তব্য, ‘ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি’, ‘আর্থিক মন্দা’ এবং ‘বেকারত্ব’ নিয়ে দেশের প্রতি দু’জন মানুষের মধ্যে এক জন দুশ্চিন্তায়। আর মোদি সরকার এই সমস্ত বিষয় থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অহঙ্কারাচার্য’ বলে কটাক্ষও করেন রমেশ।
আরও পড়ুন: সাধারণ সর্দি-কাশি থেকে মলত্যাগের সময় এই বিশেষ জিনিস দেখলে সাবধান! রেকটাল ক্যানসারের উপসর্গ হতে পারে
লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। যে কোনও দিন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গত এক-দেড় বছর দেশের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জর্জরিত। সম্প্রতি খাদ্যপণ্যের দাম সামগ্রিক মূল্যবৃদ্ধিকেও অনেকটা উঁচুতে তুলে দিয়েছে। গত মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার পৌঁছে গিয়েছে ৫.৫৯ শতাংশে।