TRENDING:

Finance Minister Nirmala Sitharaman on Inflation: মূল্যবৃদ্ধি সামাল দেওয়ার আত্মবিশ্বাস রয়েছে মোদি সরকারের, বাজেট ঘোষণার পরদিনই দাবি নির্মলা সীতারমণের

Last Updated:

Finance Minister Nirmala Sitharaman on Inflation: মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে মোদি সরকারকে ধারাবাহিক আক্রমণ করে চলেছেন বিরোধীরা। তারই মধ্যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে মোদি সরকারকে ধারাবাহিক আক্রমণ করে চলেছেন বিরোধীরা। তারই মধ্যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট ঘোষণার পরদিনই নেটওয়ার্ক এইট্টিনের ম্যানেজিং ডিরেক্টর রাহুল জোশীকে একান্ত সাক্ষাৎকার দেন নির্মলা সীতারমণ।
নির্মলা সীতারমনের সাক্ষাৎকারে রাহুল জোশী
নির্মলা সীতারমনের সাক্ষাৎকারে রাহুল জোশী
advertisement

ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে করা কটাক্ষের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে আমরা মূল্যবৃদ্ধি সামাল দিতে পারব’। বাজেট পেশ করার কয়েকদিন আগেই মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কড়া আক্রমণ করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

আরও পড়ুন: আপনার শরীরে ক্যানসার বাসা বেঁধে নেই তো? এই খাবারগুলি খেয়ে নেওয়ার আগে একটু ভাবুন!

advertisement

এক্স-এ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন শেয়ার করে তাঁর বক্তব্য, ‘ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি’, ‘আর্থিক মন্দা’ এবং ‘বেকারত্ব’ নিয়ে দেশের প্রতি দু’জন মানুষের মধ্যে এক জন দুশ্চিন্তায়। আর মোদি সরকার এই সমস্ত বিষয় থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অহঙ্কারাচার্য’ বলে কটাক্ষও করেন রমেশ।

আরও পড়ুন: সাধারণ সর্দি-কাশি থেকে মলত্যাগের সময় এই বিশেষ জিনিস দেখলে সাবধান! রেকটাল ক্যানসারের উপসর্গ হতে পারে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। যে কোনও দিন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গত এক-দেড় বছর দেশের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জর্জরিত। সম্প্রতি খাদ্যপণ্যের দাম সামগ্রিক মূল্যবৃদ্ধিকেও অনেকটা উঁচুতে তুলে দিয়েছে। গত মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার পৌঁছে গিয়েছে ৫.৫৯ শতাংশে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Finance Minister Nirmala Sitharaman on Inflation: মূল্যবৃদ্ধি সামাল দেওয়ার আত্মবিশ্বাস রয়েছে মোদি সরকারের, বাজেট ঘোষণার পরদিনই দাবি নির্মলা সীতারমণের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল