উত্তরপ্রদেশে ফের চাঞ্চল্যকর ঘটনা। নিজের ৬ বছরের মেয়েকে ধর্ষণ করেছিল সমকামী সঙ্গী, এর শাস্তি হিসাবে তার যৌনাঙ্গ কেটে দিল শিশুর বাবা, তথা সমকামী প্রেমিক।
ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর রাতে। পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী অভিযুক্ত যুবক স্থানীয় অর্কেস্ট্রা গ্রুপে পারফর্ম করতেন। তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে তার বন্ধু রামবাবু যাদবের সঙ্গে ভাড়া থাকতেন। পরে দুই ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যেই ৩২ বয়সি সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ ওঠে সে ছয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এই নৃশংস ঘটনার প্রমাণ পান নির্যাতিতার শিশুর বাবা-ই। শিশুটির চিৎকার শুনে বাবা জেগে ওঠে এবং রাগে একটি ছুরি নিয়ে অভিযুক্ত প্রেমিককে আক্রমণ করেন এবং অভিযুক্ত যুবকের যৌনাঙ্গ কেটে ফেলে।
advertisement
এই ঘটনার জেরে অভিযুক্তকে গোরখপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযুক্ত রামবাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে রামবাবু যাদবের বিরুদ্ধে পকসো আইনে (POCSO) মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যেই এই ঘটনা জানাজানি হতেই ওই শিশুর বাবা নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে ওই ব্যক্তিকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী ভর্তি ট্রেনে দাউ দাউ করে আগুন, পুড়ে ছাই কামরা
এদিকে, শিশুটিকে তার দিদার বাড়িতে পাঠানো হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।
