TRENDING:

Super Success Story: বাবা সাফাইকর্মী, বিদেশের মাটিতে মেয়ে গড়লেন ইতিহাস! লড়াইয়ের গল্প সকলের শোনা উচিৎ

Last Updated:

সীমিত সম্পদ, আর্থিক সীমাবদ্ধতা এবং পারিবারিক দায়িত্বের মধ্যেও নিজের স্বপ্নকে সত্যি করা যেতে পারে। জালোর পৌর পরিষদের একজন স্যানিটেশন কর্মী যশপাল কাঠারিয়ার মেয়ে হর্ষিতা কুমারী ঠিক সেই সাফল্য অর্জন করেছেন।এই সেই হর্ষিতা যিনি মাত্র দেড় মাস আগে অর্থের অভাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেতে পারেননি। কিন্তু তিনি হাল ছাড়তে রাজি হননি এবং নিজের সংগ্রামকে শক্তিতে পরিণত করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জালোর: প্রবাদ কেবল পুরুষের কথা বলে! বলে যে উদ্যমী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। যদি দৃষ্টি প্রসারিত করা যায়, তাহলে দেখা যাবে উদ্যমে নিজের স্বপ্নকে সত্যি করে তোলায় মেয়েরাও কোনও দিক থেকেই কম যান না, বরং তাঁরা কয়েক পা এগিয়ে আছেন বললেও ভুল হয় না। কারণ, সমাজের বাধা ঠেলে এগোনো এক মেয়েকে ছোট থেকেই অভ্যাস করে নিতে হয়, পুরুষ ছাড় পায় অনেক কিছুতে।
News18
News18
advertisement

সীমিত সম্পদ, আর্থিক সীমাবদ্ধতা এবং পারিবারিক দায়িত্বের মধ্যেও নিজের স্বপ্নকে সত্যি করা যেতে পারে। জালোর পৌর পরিষদের একজন স্যানিটেশন কর্মী যশপাল কাঠারিয়ার মেয়ে হর্ষিতা কুমারী ঠিক সেই সাফল্য অর্জন করেছেন। হর্ষিতা এখন বাহরাইনে এশিয়ান যুব গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এই সেই হর্ষিতা যিনি মাত্র দেড় মাস আগে অর্থের অভাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেতে পারেননি। কিন্তু তিনি হাল ছাড়তে রাজি হননি এবং নিজের সংগ্রামকে শক্তিতে পরিণত করেন।

advertisement

আরও পড়ুনHuge Profitable Business: ৫ টাকার চা বদলে গেল ভাগ্য, ছোট স্টল থেকে যাত্রা শুরু, আজ দামি গাড়ি আর বাড়ি হাতের মুঠোয়

হর্ষিতার বাবা যশপাল কাঠারিয়া জালোর পৌর পরিষদের একজন স্যানিটেশন কর্মী। সীমিত আয় থাকা সত্ত্বেও তিনি কখনও তাঁর মেয়ের স্বপ্নকে থামতে দেননি। ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী হর্ষিতা মুয়ে থাইয়ের কঠিন এবং শক্তিশালী খেলা বেছে নিয়েছিলেন। এটি থাইল্যান্ডের জাতীয় খেলা, বক্সিং এবং উশুর সমন্বয়ে তৈরি। এই খেলায় প্রতিপক্ষকে ঘুষি, লাথি, কনুই এবং হাঁটু দিয়ে পরাজিত করা হয়।

advertisement

স্বর্ণপদক থেকে শুরু করে এশিয়ান যুব গেমস-হর্ষিতা প্রথমে জেলা পর্যায়ে জিতেছেন, তারপর শ্রীগঙ্গানগরে রাজ্য পর্যায়ে এবং হরিয়ানার রোহতকে জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন। তবে, কিছুদিন আগে যখন তাঁকে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত করা হয়েছিল, তখন আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি যেতে পারেননি। কিন্তু তিনি হাল ছাড়েননি এবং অনুশীলন চালিয়ে যান। আর এখন সেই কঠোর পরিশ্রম তাঁকে এশিয়ান যুব গেমসের জন্য ভারতীয় দলে স্থান দিয়েছে।

advertisement

আরও পড়ুন Success Story: ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে জলে ‘সোনা’ খুঁজে পেলেন, জানুন নন্দকিশোর প্যাটেলের কোটি টাকার ব্যবসার রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
বিশ্বাস না করার মতোই! ১০ টাকার কয়েনের মাপে পাথরে খোদাই মা দুর্গা
আরও দেখুন

কোচ হর্ষিতার কঠোর পরিশ্রমের রহস্য উন্মোচন করেছেন-কোচ ভগীরথ গর্গ বলেন, “বিগত পাঁচ বছর ধরে হর্ষিতা আমাদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর অসাধারণ স্ট্রাইকিং পাওয়ার এবং শৃঙ্খলা রয়েছে। যদি তিনি সঠিক সুযোগ এবং সমর্থন পেতে থাকেন, তাহলে তিনি অলিম্পিকেও ভারতের জন্য পদক আনতে পারেন।” হর্ষিতার বাবা যশপাল কাঠারিয়া বলেন, “আমাদের মেয়ের এই সাফল্য অর্জন কেবল আমার জন্য নয়, সমগ্র জালোর অঞ্চলের জন্য গর্বের বিষয়। তার স্বপ্ন অলিম্পিকে দেশের জন্য স্বর্ণপদক জয় করা।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Super Success Story: বাবা সাফাইকর্মী, বিদেশের মাটিতে মেয়ে গড়লেন ইতিহাস! লড়াইয়ের গল্প সকলের শোনা উচিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল