বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে ইডির প্রশংসায় আন্তর্জাতিক নজরদারি সংস্থা FATF। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF আর্থিক তছরুপ এবং সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য রোধের প্রচেষ্টার তদারকি করে। তারাই ইডির সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়ার প্রশংসা করেছে। পাশাপাশি ইডির ভূমিকাকে ওই সংস্থার সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে কার্যকর হিসাবে বর্ণনা করেছে FATF।
advertisement
আরও পড়ুন: আগামী দিনে বাড়তে পারে গরম, খরার সম্ভাবনা! আশঙ্কার খবর শোনাচ্ছেন আইআইটির গবেষকরা
ওই রিপোর্টে, “Asset Recovery Guidance and Best Practices” এ, FATF এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) একটি মডেল এজেন্সি হিসাবে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারতের কেন্দ্রীয় সরকারি ওই সংস্থা অর্থনৈতিক এবং আর্থিক অপরাধ থেকে প্রাপ্ত সম্পদ পুনরুদ্ধার করতে সক্ষম।
FATF পর্যবেক্ষণ করেছে যে ভারত বেআইনি সম্পদ পুনরুদ্ধারের জন্য প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা তৈরি করেছে ভারত। এর মাধ্যমে দ্রুত সন্দেহজনক সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়। সেই সঙ্গে বিচার শেষ হওয়ার আগেই সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হয়, যা তাদের মতে অত্যন্ত প্রশংসনীয়।
আরও পড়ুন: ‘এসআইআর করতে না দিলে ভোট হবে না’, রাষ্ট্রপতি শাসন জারির হুঁশিয়ারি শুভেন্দুর!
রিপোর্টটি উল্লেখ করা হয়েছে ভারতের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (PMLA) অধীনে আইনগত দ্রুত সম্পদ ফ্রিজ, সংযুক্ত এবং বাজেয়াপ্ত করা সম্ভব। FATF বলেছে, ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত ইডির তৎপরতার এই মডেল সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে কার্যকর।
FATF রিপোর্টে প্রধান ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়ের প্রশংসা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU-IND), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই তিন সংস্থার হাত ধরে একাধিক আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে অভিযান এবং সম্পদ বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
