TRENDING:

Delhi Farmers Protest: পুলিশের গুলিতে মৃত্যু চাষির?..কৃষক আন্দোলন ঘিরে এল ভয়াবহ অভিযোগ, কাঁদানে গ্যাস- ধস্তাধস্তি..রণক্ষেত্রে দিল্লি সীমান্ত

Last Updated:

পঞ্জাব পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে যে, কৃষক নেতা এবং কেন্দ্রের মধ্যে আলোচনার এই সময়কালে সবাই যেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখেন। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার এবং হরিয়ানার ব্যারিকেডে ভিড় করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সকাল থেকেই কৃষক আন্দোলন ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লি সীমান্ত৷ বুধবার সকালে বেশ কয়েকটি ট্র্যাক্টর, জেসিবি নিয়ে এ দিনের আন্দোলন শুরু করেন বিক্ষোভরত কৃষকেরা৷ বেলা গড়াতেই বাড়ে অশান্তি৷ বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ৷ হয় লাঠিচার্জ৷ এই সবের মাঝেই খান্নাউড়ি সীমান্তের কাছে হরিয়ানা পুলিশের গুলিতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুললেন এক কংগ্রেস বিধায়ক৷
advertisement

ভোলানাথের বিধায়ক, তথা অল ইন্ডিয়া কিসান কংগ্রেসের চেয়ারম্যান সুখপাল সিং খায়রা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, ‘ভাটিন্ডা জেলার ভি.বালো এলাকার কৃষক শুভকরণের ছেলে চরণজিৎ সিংয়ের মৃত্যুতে তাঁদের পরিবারকে সমবেদনা৷ বিক্ষোভের সময় হরিয়ানা পুলিশ তাঁকে গুলি করে৷’

এর পাশাপাশি, নিজের পোস্টে পঞ্জাবের ভগন্ত মানের সরকারের তীব্র ভর্ৎসনা করেন তিনি৷ প্রশ্ন তোলেন, কী ভাবে পঞ্জাবের সীমানার ভিতরে ঢুকে ২০০ কৃষককে এই ভাবে আহত করে পারল হরিয়ানা পুলিশ, কী ভাবে এইসব দেখা সত্ত্বেও চুপ রয়েছে তাদের সরকার?

advertisement

আরও পড়ুন:জেলে ১ বছর ৭ মাস! কবে হবে বিচার?…পার্থ কাণ্ডে এবার ইডি-কে তুমুল ভর্ৎসনা! বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

যদিও সুখপালের এই অভিযোগ একেবারেই অসত্য বলে পরবর্তীকালে দাবি করে হরিয়ানা পুলিশ৷ একটি আলাদা পোস্ট লিখে তারা দাবি করে, ‘কিসান আন্দোলনে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আজ কোনও কৃষকের মৃত্যু হয়নি৷ এটা একটা গুজব৷ দাতা সিং-খনৌরী সীমানায় ২ পুলিশকর্মী এবং এক আন্দোলনকারী আহত হয়েছেন৷’

advertisement

advertisement

পঞ্জাব পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে যে, কৃষক নেতা এবং কেন্দ্রের মধ্যে আলোচনার এই সময়কালে সবাই যেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখেন। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার এবং হরিয়ানার ব্যারিকেডে ভিড় করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উপরন্তু, হরিয়ানা পুলিশকেও বলপ্রয়োগ না করার জন্য অনুরোধ করা হয়েছে। পাঞ্জাব পুলিশ সবাইকে গুজব ছড়ানো থেকে দূরে থাকার এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে খবর যাচাই করার পরামর্শ দিয়েছে।

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত…বসন্তেও বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! এই সব জেলায় জারি হলুদ সতর্কতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্জুন মুন্ডা বলেছেন, ‘চতূর্থবারের বৈঠকের পর কেন্দ্রীয় সরকার আপাতত বিদ্রোহী কৃষকদের নিয়ে পঞ্চম সভায় এমএসপি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত৷ আমি সমস্ত কৃষক নেতাদের আলোচনায় ডাকছি ও শান্তি বজায় রাখতে আবেদন জানাচ্ছি৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Farmers Protest: পুলিশের গুলিতে মৃত্যু চাষির?..কৃষক আন্দোলন ঘিরে এল ভয়াবহ অভিযোগ, কাঁদানে গ্যাস- ধস্তাধস্তি..রণক্ষেত্রে দিল্লি সীমান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল