Partha Chatterjee: জেলে ১ বছর ৭ মাস! কবে হবে বিচার?...পার্থ কাণ্ডে এবার ইডি-কে তুমুল ভর্ৎসনা! বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
বাম জমানায় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রথমসারির নেতা হিসেবেই পরিচিত হন তিনি। ছিলেন দলের মুখ্যসচিব৷ শিক্ষা দফতর, শিল্প দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন একসময়। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও তাঁর জায়গা ছিল বেশ গুরুত্বপূর্ণ।
কলকাতা: তারিখটা ছিল ২৩ জুলাই ২০২২৷ ২২ জুলাই থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে রাতভর তল্লাশির পরে ২৩ জুলাই সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা৷ সেই ঘটনার পরে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে৷ কেটে গিয়েছে ১ বছর ৭ মাস৷ এর মাঝে একাধিকবার শারীরিক অসুস্থতা, তদন্তে ধীরগতির মতো বিষয়কে সামনে তুলে ধরে আদালতে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ কিন্তু, বেশিরভাই সময়েইঅ সেই জামিনের আবেদনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর ‘প্রভাবশালী’ তকমা৷
তবে, বুধবার যেন একটু হলেও আশার আলো দেখতে পেলেন প্রাক্তন মন্ত্রী৷ এদিন খানিক তাঁর পক্ষ নিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতি ইডি-কে বললেন, ‘‘অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। ১ বছর ৭ মাস জেলে আছে। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সেটা ঠিক আছে। কিন্তু কতদিন ?’’
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত…বসন্তেও বৃষ্টির দাপট, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! এই সব জেলায় জারি হলুদ সতর্কতা
সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে ১ বছর ৭ মাস। বিচার প্রক্রিয়া (ট্রায়াল) কবে শুরু হবে? জানি এটা নিয়োগ দুর্নীতির তদন্ত, তবে সময় অনেক পেয়েছে ED। এবার ইডি কে জানাতে হবে।’’
advertisement
advertisement
এরপরেই, ইডি স্পেশাল ডিরেক্টরের রিপোর্ট তলব করেন বিচারপতি। পাশাপাশি, আগামী ২৭ ফেব্রুয়ারি ED-কে এবিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। কবে থেকে ইডি আদালতে বিচারপর্ব শুরু করা সম্ভব? জানাতে হবে রিপোর্টে। তেমনটাই নির্দেশ আদালতের৷ প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন:সন্দেশখালি কি আদৌ যেতে পারবেন শুভেন্দু? আদালতে জোর সওয়াল-জবাব, কী যুক্তি দিল রাজ্য?
বাম জমানায় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রথমসারির নেতা হিসেবেই পরিচিত হন তিনি। ছিলেন দলের মুখ্যসচিব৷ শিক্ষা দফতর, শিল্প দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন একসময়। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও তাঁর জায়গা ছিল বেশ গুরুত্বপূর্ণ।
advertisement
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই চলছিল চাপান উতোর। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে অবশেষে গ্রেফতার হতে হয় পার্থকেও। ২২ জুলাই, ২০২২ সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। প্রায় ২৪ ঘণ্টা ধরে পার্থর বাড়িতে ম্যারথন তল্লাশি চালান তাঁরা। পার্থর উত্তরে সন্তুষ্ট না হওয়াতেই ২৩ জুলাই, ২০২২ তাঁকে গ্রেফতার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 21, 2024 4:42 PM IST