TRENDING:

দেশ জুড়ে ৪০ লক্ষ ট্র্যাক্টর মিছিলের হুঙ্কার কৃষক নেতা রাকেশ তিকাইতের

Last Updated:

এতদিন পর্যন্ত হাজার হাজার ট্র্যাক্টর নিয়ে মিছিল করেছেন কৃষকরা৷ এবার সংখ্যাটা লাখে স্পর্শ করছে৷ নয়া কৃষি আইনের বিরোধিতায় এবার লক্ষ লক্ষ ট্র্যাক্টর নিয়েই হবে দেশ জুড়ে কৃষি আন্দোলন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এতদিন পর্যন্ত হাজার হাজার ট্র্যাক্টর নিয়ে মিছিল করেছেন কৃষকরা৷ এবার সংখ্যাটা লাখে স্পর্শ করছে৷ নয়া কৃষি আইনের বিরোধিতায় এবার লক্ষ লক্ষ ট্র্যাক্টর নিয়েই হবে দেশ জুড়ে কৃষি আন্দোলন৷ মঙ্গলবার এমনটাই হুঙ্কার ছাড়লেন ভারতীয় কিষান ইউনিয়ন (Bharatiya Kisan Union, BKU) নেতা রাকেশ তিকাইত৷ ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিকাইত বললেন, "৪ লক্ষ নয়, ৪০ লক্ষ ট্র্যাক্টরের মিছিল বেরোবে এবার৷"
advertisement

এদিন তিকাইত দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) বিরুদ্ধেও তোপ দেগেছেন৷ মোদির রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, "উনি কখনও কোনও আন্দোলনের শরিক হননি জীবনে৷ উনি শুধু দেশটাকে ভাঙছেন৷ উনি কী করে আন্দোলনজীবীদের ব্যাপারে জানবেন? ভগত সিং, লালকৃষ্ণ আদবাণীরা আন্দোলন করেছিলেন৷" তিকাইত বলেছেন যে, আগামী ২ অক্টোবর পর্যন্ত আন্দোলন চলবে৷ কিন্তু প্রতিবাদ চলবে তার পরেও৷ দফায় দফায় আন্দোলনকারীর দিল্লি সীমান্তে ফিরবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কেন্দ্রের সঙ্গে ১১ দফার বৈঠকের পরেও কৃষি আন্দোলন নিয়ে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় আছেন কৃষকেরা৷ তাঁদের দাবি ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price, MSP/এমএসপি) নিয়ে আইন আনতে হবে৷ গতকাল মোদি সংসদে বলেন যে, "ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে"৷ এর উত্তরে তিকাইত বলেছিলেন, "দেশবাসীর খিদের সঙ্গে ব্যবসা নয়৷ খিদে বাড়লে, আনাজের দামও বাড়বে৷ এই দেশে খিদে নিয়ে যাঁরা ব্যবসা করবে তাঁরা যেন দেশ ছেড়ে চলে যায়৷ দিনে তিন থেকে চারবার বিমানের টিকিটের দাম ধার্য করা হয়, সেভাবে ফসলের দামের কেন সিদ্ধান্ত নেওয়া হয় না?"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেশ জুড়ে ৪০ লক্ষ ট্র্যাক্টর মিছিলের হুঙ্কার কৃষক নেতা রাকেশ তিকাইতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল