এদিন তিকাইত দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) বিরুদ্ধেও তোপ দেগেছেন৷ মোদির রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, "উনি কখনও কোনও আন্দোলনের শরিক হননি জীবনে৷ উনি শুধু দেশটাকে ভাঙছেন৷ উনি কী করে আন্দোলনজীবীদের ব্যাপারে জানবেন? ভগত সিং, লালকৃষ্ণ আদবাণীরা আন্দোলন করেছিলেন৷" তিকাইত বলেছেন যে, আগামী ২ অক্টোবর পর্যন্ত আন্দোলন চলবে৷ কিন্তু প্রতিবাদ চলবে তার পরেও৷ দফায় দফায় আন্দোলনকারীর দিল্লি সীমান্তে ফিরবেন৷
advertisement
কেন্দ্রের সঙ্গে ১১ দফার বৈঠকের পরেও কৃষি আন্দোলন নিয়ে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় আছেন কৃষকেরা৷ তাঁদের দাবি ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price, MSP/এমএসপি) নিয়ে আইন আনতে হবে৷ গতকাল মোদি সংসদে বলেন যে, "ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে"৷ এর উত্তরে তিকাইত বলেছিলেন, "দেশবাসীর খিদের সঙ্গে ব্যবসা নয়৷ খিদে বাড়লে, আনাজের দামও বাড়বে৷ এই দেশে খিদে নিয়ে যাঁরা ব্যবসা করবে তাঁরা যেন দেশ ছেড়ে চলে যায়৷ দিনে তিন থেকে চারবার বিমানের টিকিটের দাম ধার্য করা হয়, সেভাবে ফসলের দামের কেন সিদ্ধান্ত নেওয়া হয় না?"