রাস্তার ধারে একটা ছোট্ট স্টলে তাঁরা রাজমা চাউল বিক্রি করতে শুরু করেন৷ এক প্লেটের দাম রাখেন ৪০ টাকা৷ সঙ্গে স্যালাড এবং বাড়িতে তৈরি চাটনি৷ এক সপ্তাহেরও কম সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৬.২ লক্ষ৷ এসেছে অসংখ্য উচ্ছ্বসিত নেটিজেনের শুভেচ্ছা মন্তব্য৷ এক নেটিজেনের কথায়, এটাই প্রকৃত ভালবাসার সংজ্ঞা৷ আর এক জন প্রার্থনা করেছেন যাতে ঈশ্বর এই দম্পতির পাশে থাকেন৷ স্থানীয় ক্ষুদ্র উদ্যোগী ও বিক্রেতাদের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেছেন নেটিজেনরা৷
advertisement
আরও পড়ুন : তন্ত্রসাধনার মহাপীঠ! চৈত্র নবরাত্রিতে জাগ্রত এই বগলামুখীর মন্দিরে নাকি গভীর রাতে দেবীদর্শন করে যায় বনের বাঘ!
রাস্তার ধারে গাছতলায় একটা ছোট্ট টেবিল পেতে চলে দম্পতির ছোট্ট দোকান৷ ভালবেসে, যত্ন নিয়ে ক্রেতার হাতে তুলে দেন রাজমা-চাউল এবং কড়ী-চাউল৷ ন্যায্য মূল্যে বাড়ির তৈরি খাবার পেয়ে তৃপ্ত ক্রেতারাও৷