TRENDING:

Punjab Assembly Election 2022: বিজেপি-র আমলে বড়লোক আরও ধনী হয়েছেন, গরীব আরও গরীব, আক্রমণ মনমোহনের

Last Updated:

Punjab Assembly Election 2022: প্রধানমন্ত্রীর নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে পঞ্জাবের সাধারণ মানুষকে অপমান করেছে বলেছেন মনমোহন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্জাব নির্বাচনের সময় (Punjab Assembly Election 2022) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বললেন, "দেশের মানুষ কংগ্রেসের ভাল কাজের কথা মনে রেখেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে পঞ্জাবের সাধারণ মানুষকে অপমান করেছে বিজেপি (BJP) । উল্টোদিকে দেশের দরিদ্র মানুষের হাতে অর্থ নেই, গরীব ক্রমে গরীব হচ্ছে, ধনীর হাতে আরও অর্থ যাচ্ছে।"
ভিডিও বার্তা থেকে পাওয়া ছবি।
ভিডিও বার্তা থেকে পাওয়া ছবি।
advertisement

কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিও মেসেজে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলতে শোনা গিয়েছে, "এক দিকে দেশের মানুষকে বেকারত্ব, মূদ্রাস্ফীতির মতো সমস্যায় ভুগতে হচ্ছে, অন্য দিকে দেশের বর্তমান সরকার, যারা গত ৭ বছর ধরে ক্ষমতায় আছে (BJP), তারা সেই সমস্ত প্রশাসনিক ভুলকে চিহ্নিত করে শুধরে নেওয়ার বদলে ক্রমাগত সেগুলিকেই সামনে আনতে থাকছে, আর কথায় কথায় প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টেনে এনে তাঁকে দোষ দিচ্ছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী পদের একটি গুরুত্ব আছে। প্রধানমন্ত্রীর আত্মসম্মান বজায় রাখা উচিত। ইতিহাসের অপব্যাখ্যা না করে কাজে মন দেওয়া উচিত। পৃথিবীর কাছে নিজের দেশকে খাটো করে দেখানো উচিত নয়। আমি কখনই ভারতকে খাটো করে দেখাইনি।"

advertisement

আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে

তিনি এই সময়ে টেনে আনেন তাঁর বিরুদ্ধে বিজেপি-র তোলা অভিযোগের প্রসঙ্গও। তিনি বলেন, "আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দূর্বল, দুর্নীতিগ্রস্থ থাকার অভিযোগ করেছে বিজেপি। কিন্তু আজ তাদের বি ও সি টিমের কার্যকলাপ দেখে এটা নিশ্চিত ভাবেই দেশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি কেমন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা আগ্রাসন নিয়ে দিল্লির বিরুদ্ধে তথ্য চেপে যাওয়ার অভিযোগও করেছেন এই দিন।

advertisement

আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি, রবিবারের জন্য বিশেষ সতকর্তা! হাওয়া অফিসের পূর্বাভাস যা বলছে...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিও বার্তায় মনমোহন বিজেপিকে ভুয়ো জাতীয়তাবাদ ও বিভেদের রাজনীতি করার দল বলেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "কখনই রাজনৈতিক ফায়দার জন্য দেশকে ভাগ করা উচিত নয়। আমরা কখনই সত্যিকে লুকিয়ে যেতে চাইনি। আমরা কখনই দেশের প্রধানমন্ত্রী পদকে অপমানজনক অবস্থায় ফেলতে চাইনি। বর্তমান সরকারের ভুয়ো জাতীয়তাবাদ মারাত্মক ক্ষতিকর। "

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Assembly Election 2022: বিজেপি-র আমলে বড়লোক আরও ধনী হয়েছেন, গরীব আরও গরীব, আক্রমণ মনমোহনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল