প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গেই ডিলিট পান বিশিষ্ট সংগীতশিল্পী কবীর সুমন ও ডিএসসি পান খড়গপুর আইআইটির ডিরেক্টর ও অধ্যাপক পার্থ পি চক্রবর্তী।এছাড়াও, সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ। অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।
আরও পড়ুন: বাড়বে রোদের তেজ, ফের কি শুরু হবে গরমের দাপট?
advertisement
সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পান ২০৯ জন গবেষক । তার মধ্যে বিজ্ঞান শাখায় ৯১, কলা ও বাণিজ্য শাখায় যথাক্রমে ৬৩ ও ৩৬জন এবং এ টি এম এ শাখায় শংসাপত্র পান ১৯ জন। বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য ১০১ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় মেডেল ও সার্টিফিকেট । একই সঙ্গে সফল ছাত্র-ছাত্রীদের ডিগ্রির পাশাপাশি ৩ জন ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় vice-chancellors গোল্ড মেডেল । তার মধ্যে রয়েছেন একজন রূপান্তরকামী, নাম সুমন প্রামাণিক । দুজন বিশেষভাবে সক্ষম ছাত্রকেও সার্টিফিকেট দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: ওড়ার মুখে বিপত্তি! কলকাতা বিমানবন্দরে সজোরে বিমানে ধাক্কা ট্যাঙ্কারের
নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ২৯তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষনে প্রণববাবু বলেন, প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।