বাড়বে রোদের তেজ, ফের কি শুরু হবে গরমের দাপট?

Last Updated:
1/7
• বৃষ্টির হাত থেকে মুক্তি মিলেছে ৷ কেটে গিয়েছে নিম্নচাপ ৷ আর তারপরেই আকাশে রোদ উঠেছে চড়চড়িয়ে ৷ কিন্তু রাজ্যবাসীর কাছে এখন একটাই প্রশ্ন, কবে আসছে শীত ?
• বৃষ্টির হাত থেকে মুক্তি মিলেছে ৷ কেটে গিয়েছে নিম্নচাপ ৷ আর তারপরেই আকাশে রোদ উঠেছে চড়চড়িয়ে ৷ কিন্তু রাজ্যবাসীর কাছে এখন একটাই প্রশ্ন, কবে আসছে শীত ?
advertisement
2/7
• গ্রীষ্মকালীন দেশে শীতের জন্য হাপিত্যেস থাকবেই ৷ পুজো কাটতেই হালকা উত্তুরে হাওয়ায় সেই অপেক্ষাই যেন পূর্ণতার পথে একটু এগিয়েছিল ৷ তারমধ্যেই এল নিম্নচাপের বৃষ্টিও ৷
• গ্রীষ্মকালীন দেশে শীতের জন্য হাপিত্যেস থাকবেই ৷ পুজো কাটতেই হালকা উত্তুরে হাওয়ায় সেই অপেক্ষাই যেন পূর্ণতার পথে একটু এগিয়েছিল ৷ তারমধ্যেই এল নিম্নচাপের বৃষ্টিও ৷
advertisement
3/7
• আশা জেগেছিল, বৃষ্টির পর রোদ উঠলেই জমিয়ে পড়বে ঠান্ডা ৷ কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন, সেই আশা খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হবে না ৷
• আশা জেগেছিল, বৃষ্টির পর রোদ উঠলেই জমিয়ে পড়বে ঠান্ডা ৷ কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন, সেই আশা খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হবে না ৷
advertisement
4/7
• হাওয়া অফিস জানিয়ে দিল, এখনই শীত নয় রাজ্যে ৷ কারণ উত্তুরে হাওয়ার অনুকূল পরিবেশ নেই ৷
• হাওয়া অফিস জানিয়ে দিল, এখনই শীত নয় রাজ্যে ৷ কারণ উত্তুরে হাওয়ার অনুকূল পরিবেশ নেই ৷
advertisement
5/7
• এখনও রজ্যে চলবে পূবালি হাওয়ার দাপট ৷ ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে ৷ কিন্তু বেলা বাড়তেই বাড়বে রোদের তেজ ৷
• এখনও রজ্যে চলবে পূবালি হাওয়ার দাপট ৷ ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে ৷ কিন্তু বেলা বাড়তেই বাড়বে রোদের তেজ ৷
advertisement
6/7
• আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ ফলে কমবে না রাতের তাপমাত্রা ৷
• আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ ফলে কমবে না রাতের তাপমাত্রা ৷
advertisement
7/7
• তাই এখনই শীত নয়, আপাতত হেমন্তকেই উপভোগ করতে হবে ৷
• তাই এখনই শীত নয়, আপাতত হেমন্তকেই উপভোগ করতে হবে ৷
advertisement
advertisement
advertisement