ঘাসফুল শিবিরে সামিল হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অ্যালভিটো। প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভবানীপুরের একটি শীতলা মন্দির ও গুরুদ্বারে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার অ্যালভিটো ডি-কুনহাকে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, গোয়ার ভূমিপুত্র কি এবার নাম লেখাবেন তৃণমূলে? অবশেষে সেই জল্পনা সত্যি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় গোয়া সফরে।
advertisement
আরও পড়ুন: 'গোয়ার আসল বিকল্প' কারা? তৃণমূল-MGP জোটের পর বার্তা মমতার, ফের কংগ্রেসকে খোঁচা....
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় অ্যালভিটো। গোয়ার ভূমিপুত্র অ্যালভিটো কংগ্রেসে যোগ দিয়ে গিয়ে বলেছিলেন, বর্তমান রাজ্য সরকার গোয়ার ক্রীড়াবিদ ও ফুটবলারদের যথাযোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি গোয়ার ক্রীড়ার উন্নয়নের জন্য কাজ করতে চান। এবার সেই অ্যালভিটো কয়েক মাসের মধ্যেই দলবদলে তৃণমূলে যোগ দিলেন।
আরও পড়ুন: গোয়ায় তৃণমূলের জোটে থাকবে না, মমতার প্রস্তাব ফিরিয়ে জানালো কংগ্রেস
গোয়ার রাজনৈতিক মহল বলছে, ইতিমধ্যেই গোয়ায় জাঁকিয়ে বসেছে তৃণমূল। কংগ্রেসের ঘর ভেঙে নিজেদের ঘর গোছাচ্ছে তাঁরা। গোয়ার দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস ছেড়ে। তারপর থেকেই দুবার গোয়া সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, সামনের বছরের শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল যে কোমর বেধেই নামতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে অ্যালভিটোর যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, গোয়ার ভোটের ময়দানে কলকাতার ক্লাবের প্রাক্তন এই তারকা ফুটবলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।