TRENDING:

সেনাবাহিনী থেকে অবসরের পর অবসরকালীন ভাতায় নিজের গ্রামে বৃদ্ধাশ্রম চালান ৯৪ বছর বয়সি বৃদ্ধ

Last Updated:

Old Age Home: শতবর্ষের কাছে পৌঁছে তিনি গ্রামে একটি বৃদ্ধাবাস চালাচ্ছেন, গত ২৫ বছর ধরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই : নজির তৈরি করলেন তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কুন্থলাপট্টি গ্রামের ৯৪ বছর বয়সি তিরুপতি। তরুণ বয়সে ব্রিটিশ সেনাবাহিনীতে লড়াই করেছিলেন। সংগ্রামের এক পর্বে বুকে গুলিবিদ্ধ হন তিনি। আহত হওয়ার পর তিনি অবসর নেন। এখন শতবর্ষের কাছে পৌঁছে তিনি গ্রামে একটি বৃদ্ধাবাস চালাচ্ছেন, গত ২৫ বছর ধরে।
শতবর্ষের কাছে পৌঁছে তিনি গ্রামে একটি বৃদ্ধাবাস চালাচ্ছেন, গত ২৫ বছর ধরে
শতবর্ষের কাছে পৌঁছে তিনি গ্রামে একটি বৃদ্ধাবাস চালাচ্ছেন, গত ২৫ বছর ধরে
advertisement

তিরুপতি জানিয়েছেন, "কাশ্মীর যুদ্ধে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম৷ সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেওয়ার পর আমি তামিলনাড়ুতে নিজের শহরে ফিরে আসি৷ তার পর আমি পড়াশোনা করি, পরীক্ষায় উত্তীর্ণ হই৷ তার পর কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে কাজ শুরু করি৷ আমার ৭ জন মেয়ে এবং ২৭ জন নাতিনাতনি আছে৷ কিন্তু ১৯৯০ সালে আমার স্ত্রীর মৃত্যুর আমার দেখাশোনা কেউ করেননি৷ আমি ঠিক করি বাড়ি ছেড়ে নিকটবর্তী নার্সিংহোমে নাম নথিভুক্ত করব ৷ বন্ধুর সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নিই৷ "

advertisement

আরও পড়ুন :  বহু চেষ্টাতেও হয়নি সন্তানধারন, অবশেষে ৫৩ জন সন্তানের জন্মদাতার সঙ্গে যৌন সঙ্গমে মা হলেন যুবতী

তার পরই বৃদ্ধাশ্রম তৈরির সিদ্ধান্ত নেন তিরুপতি৷ যেখানে সব সম্প্রদায়ের বৃদ্ধ বৃদ্ধারা থাকতে পারেন৷ তার পর নিজের কৃষিজমিতে বাড়ি তৈরি করেন ২০০১ সালে৷ গত ২৫ বছর ধরে একাই বৃদ্ধাশ্রম চালাচ্ছেন তিরুপতি৷ বৃদ্ধাশ্রমের বিপরীতে বাসস্ট্যান্ডও শুরু করাতে চাইছেন তিনি৷ এর জন্য চেষ্টা জারি তাঁর৷ নিজের সামান্য পেনশনের অর্থেই খরচ চালান বৃদ্ধাশ্রমের৷ সেখানকার পরিকাঠামো উন্নয়নের জন্য মুক্তহস্তে করা দানও তিনি গ্রহণ করেন৷ জানিয়েছেন, ‘‘আমি নিজস্ব জমি বেচে তিন মেয়ে ও চার ছেলের জন্য ১০ লক্ষ করে টাকা সঞ্চয় করে রেখেছি৷ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে ১ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাই৷ এছাড়া যুদ্ধে আহত হওয়া বাবদ পেনশন এবং শুল্ক অফিসার হিসেবে পেনশনও আছে৷’’

advertisement

আরও পড়ুন :  ৮০ বছরের বন্ধুত্ব! নাতির সুবাদে বহু দিন পর দেখা দুই হতেই আনন্দে ভেসে গেলেন দুই বৃদ্ধা সই

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

নিম্মি নামে এক বৃদ্ধা রান্নাবান্নার কাজ করেন তিরুপতির বৃদ্ধাবাসে৷ তিনি আদতে কেরলের এর্নাকুলামের বাসিন্দা৷ চার বছর আগে ঘর ছাড়তে হয়েছিল পারিবারিক কারণে৷ তার পর থেকে আশ্রয় পেয়েছেন এই বৃদ্ধাশ্রমেই৷ এখন এটাই তাঁর ঘরবাড়ি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সেনাবাহিনী থেকে অবসরের পর অবসরকালীন ভাতায় নিজের গ্রামে বৃদ্ধাশ্রম চালান ৯৪ বছর বয়সি বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল