ইভিএম নিয়ে একাধিক বার সংশয় প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন সভামঞ্চ থেকেও এ নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে৷ তবে এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস কোনওপ্রতিনিধি অংশ নেনি বলেই সূত্রের খবর৷ তবে কংগ্রেসের তরফে ছিলেন দিগ্বিজয় সিং, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদবেরা।
আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা
advertisement
বৈঠকে কপিল সিবাল বলেন, "ইভিএমে ত্রুটি দেখা দিলেই দেখি ভোট বিজেপির কাছে চলে গিয়েছে। এই শেষবার৷ আগেও আমরা এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি৷ কোনও সাড়া পাওয়া যায়নি৷ এই শেষবার আমরা আমারও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে দরবার করব৷ কিছু না হলে আমরা সব রাজনৈতিক দল সিদ্ধান্ত নেব পরবর্তী করণীয় কী হবে?"
শরদ পাওয়ারের বাসভবনে ইভিএম নিয়ে আলোচনা চলাকালীন কপিল সিব্বল বলেন, "বিশ্বের অনেক দেশেই যখন ইভিএম ব্যবহার হয় না৷ তাহলে আমাদের দেশে কেন। পরাজয়-জয় ভিন্ন বিষয়, কিন্তু জয় ভুল পথে হওয়া উচিত নয়।"
আরও পড়ুন: দেড় হাজার কিলোমিটার পেরিয়ে স্বামীর কাছে ফিরলেন মহিলা! গল্প শুনলে চোখে জল আসতে বাধ্য
শরদ পাওয়ারের আমন্ত্রণেই এদিন ইভিএম বিরোধী বৈঠকে জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন বরোধী দলের রাজনৈতিক নেতারা৷ তবে এদিন তৃণমূলকে কেন সেখানে দেখা গেল না, সে প্রসঙ্গে স্পষ্ট কোনও কারণ জানা যায়নি৷