TRENDING:

EVM | TMC: EVM নিয়ে বিরোধীদের বৈঠক, অথচ সেখানে গেল না TMC, কেন? তুঙ্গে জল্পনা

Last Updated:

শরদ পাওয়ারের আমন্ত্রণেই এদিন ইভিএম বিরোধী বৈঠকে জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন বরোধী দলের রাজনৈতিক নেতারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে এখনও সন্দেহপ্রকাশ করে চলেছেন বিরোধীদের একাংশ৷ আগে বলা হত, এটি একটি স্ট্যান্ড এলোন মেশিন, এখন বলা হচ্ছে, না তা নয়। আগে বলা হত, একটি চিপ দিয়ে একবারই প্রোগ্রাম করা যায় এই মেশিন, এখন বলা হচ্ছে, না চিপ দিয়ে একাধিকবার মেশিনটি প্রোগ্রাম করা যাবে। সাধারণ মানুষের মনে ইভিএম নিয়ে এমন সব প্রশ্ন রয়েছে বলে দাবি করলেন আইনজীবী তথা বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। বৃহস্পতিবার ন্যাশনাল কংগ্রেস পার্টি-র প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বিশেষ বৈঠকে অংশ নেন বিরোধী দলের একাধিক নেতা৷ সেখানে ইভিএম ইস্যুতে আলোচনা হয়।
advertisement

ইভিএম নিয়ে একাধিক বার সংশয় প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন সভামঞ্চ থেকেও এ নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে৷ তবে এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস কোনওপ্রতিনিধি অংশ নেনি বলেই সূত্রের খবর৷ তবে কংগ্রেসের তরফে ছিলেন দিগ্বিজয় সিং, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদবেরা।

আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা

advertisement

বৈঠকে কপিল সিবাল বলেন, "ইভিএমে ত্রুটি দেখা দিলেই দেখি ভোট বিজেপির কাছে চলে গিয়েছে। এই শেষবার৷ আগেও আমরা এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি৷ কোনও সাড়া পাওয়া যায়নি৷ এই শেষবার আমরা আমারও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে দরবার করব৷ কিছু না হলে আমরা সব রাজনৈতিক দল সিদ্ধান্ত নেব পরবর্তী করণীয় কী হবে?"

advertisement

শরদ পাওয়ারের বাসভবনে ইভিএম নিয়ে আলোচনা চলাকালীন কপিল সিব্বল বলেন, "বিশ্বের অনেক দেশেই যখন ইভিএম ব্যবহার হয় না৷ তাহলে আমাদের দেশে কেন। পরাজয়-জয় ভিন্ন বিষয়, কিন্তু জয় ভুল পথে হওয়া উচিত নয়।"

আরও পড়ুন: দেড় হাজার কিলোমিটার পেরিয়ে স্বামীর কাছে ফিরলেন মহিলা! গল্প শুনলে চোখে জল আসতে বাধ্য

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

শরদ পাওয়ারের আমন্ত্রণেই এদিন ইভিএম বিরোধী বৈঠকে জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন বরোধী দলের রাজনৈতিক নেতারা৷ তবে এদিন তৃণমূলকে কেন সেখানে দেখা গেল না, সে প্রসঙ্গে স্পষ্ট কোনও কারণ জানা যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
EVM | TMC: EVM নিয়ে বিরোধীদের বৈঠক, অথচ সেখানে গেল না TMC, কেন? তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল