TRENDING:

Deepotsav in Ayodhya || দীপাবলিতে আলোকজ্জ্বল দীপোৎসব! ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম উঠল অযোধ্যার

Last Updated:

Deepotsav in Ayodhya : গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস শুধুমাত্র সেই দিয়াগুলিকে বিবেচনায় নিয়েছিল যেগুলি ৫ মিনিট বা তার বেশি সময় ধরে জ্বলতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অযোধ্যা: রামচন্দ্রের দেশ অযোধ্যা ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছে! হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন! শ্রদ্ধেয় সরযু নদীর তীরে দীপাবলি উপলক্ষে জমকালো উদযাপন করা হয়েছিল। সেখানে ১৯০০০ স্বেচ্ছাসেবক ছিলেন যাঁরা নিশ্চিত করেছেন যে অনুষ্ঠানটি সফল হয়েছে। ৩৭টি ঘাটে মোট ১৭লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হয়েছে।
advertisement

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস শুধুমাত্র সেই দিয়াগুলিকে বিবেচনায় নিয়েছিল যেগুলি ৫ মিনিট বা তার বেশি সময় ধরে জ্বলতে পারে। এছাড়াও বিশ্ব রেকর্ড সংস্থার নির্দেশ অনুসারে ৪০ মিনিটের সময়সীমার মধ্যে দিয়াগুলি জ্বালানো হয়েছিল।

দীপোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ লক্ষ প্রদীপের আলোয় ঝলমলে সরযূ ঘাট৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন রাজ্যপালও৷ ঈশ্বর আরাধনা আর প্রার্থনায় মগ্ন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরযূ নদী তীরের বিশেষ আরতি, মিউজিক্যাল লেজার শো, লক্ষ লক্ষ প্রদীপ এবং অবশ্যই প্রধানমন্ত্রীর উপস্থিতি- এবারের আলো যেন আরও বেশি।

advertisement

আরও পড়ুন: এইসব খাবার পাতে রাখলেই কেল্লাফতে, রাতে বিছানায় ঝড় তুলতে আপনাকে আর আটকাবে কে!

আরও পড়ুন: দীপাবলিতে বাড়ির পোষ্য়টি যেন থাকে সুরক্ষিত! কীভাবে রাখবেন ওকে, জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, অযোধ্যায় পৌঁছেই প্রধানমন্ত্রী পুজো দেন রাম মন্দিরে। ২ বছরের বেশি সময় পর অযোধ্যায় গেলেন তিনি। শামিল হলেন আরতিতেও। দীপাবলি উপলক্ষে আলো ঝলমলে অযোধ্যা নগরী৷ মোদিকে স্বাগত জানাতে মানুষের ঢল, কমতি ছিল না নিরাপত্তাতেও৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Deepotsav in Ayodhya || দীপাবলিতে আলোকজ্জ্বল দীপোৎসব! ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম উঠল অযোধ্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল