হায়দরাবাদে মর্মান্তিক দুর্ঘটনা৷ নিজেরই অ্যাপার্টমেন্টের লিফটে আটকে পড়ে প্রাণ হারাল এক বছরের একরত্তি৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্তোষনগর কলোনিতে৷ এক বছরের শিশুটির বাবা একটি হস্টেলে নিরাপত্তারক্ষীর কাজ করেন৷ তিনি কুতুবশাহী মসজিদের কাছে মুস্তাফা অ্যাপার্টমেন্টে সরপরিবারে বসবাস করেন৷ বৃহস্পতিবার সকালে সেই অ্যাপার্টমেন্টের লিফটেই ঘটনাটি ঘটে৷
জানা গিয়েছে, এদিন কোনও ভাবে শিশুটি লিফটে আটকে পড়েছিল৷ তবে যখন তাকে উদ্ধার করা যায়, তখন সব শেষ৷ ঘটনার খবর পাওয়ার মাত্র আসিফনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ ঠিক কী ভাবে ঘটনাটি ঘটল তার তদন্ত করছেন তাঁরা৷
advertisement
সম্প্রতি সিরসিলা শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এক প্রবীণ পুলিশ কর্মকর্তা লিফট শ্যাফটে পড়ে প্রাণ হারান। ৫৯ বছর বয়সি ঠোটা গঙ্গারাম বুঝতে পারেননি যে লিফটটি প্রথম তলা থেকে নড়েনি। তিনি ভুলবশত মনে করেছিলেন যে লিফট তার ফ্লোরে এসে পৌঁছেছে, কারণ প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রিলের দরজাগুলি খুলে গিয়েছিল। লিফট এসেছে ভেবে গঙ্গারাম সামনে পা বাড়ান এবং লিফট শ্যাফটে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে৷ পরে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেব্রুয়ারিতে, একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দেয়াল ও লিফটের মাঝখানে আটকে গিয়ে ছয় বছর বয়সি এক শিশুরও মৃত্যু হয়েছিল।