প্রসঙ্গত, এবছরের শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে টানা ২৭ বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই সেই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছে, এমনকী মুখ্যমন্ত্রী মুখও বারবার পরিবর্তন করতে হয়েছে গেরুয়া শিবিরকে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে কংগ্রেস কড়া টক্কর দিলেও বিজেপিই সরকার গঠন করেছে। এই পরিস্থিতি ভোট কুশলী প্রশান্ত কিশোর চাইছেন, গুজরাতে বিজেপি-কে ধাক্কা দিয়ে ২০২৪ সালের পটভূমি তৈরি রাখতে। সেই সূত্রেই কংগ্রেসের সঙ্গে ফের সুসম্পর্ক তৈরি করতে চাইছেন তিনি, কংগ্রেস সূত্রে এমনই খবর।
advertisement
আরও পড়ুন: রাজ্যসভায় অঝোর কান্না রূপা গঙ্গোপাধ্যায়ের! কারণ শুনে কটাক্ষ তৃণমূলের
কংগ্রেস সূত্রের খবর, গুজরাতে কংগ্রেসের হয়ে কাজ করতে প্রশান্ত কিশোরের তরফেই প্রস্তাব এসেছে। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা তাদের গুজরাত নেতৃত্ব এখনও এ বিষয়ে মুখ খোলেননি। তবে মঙ্গলবার গুজরাতের কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধির আলোচনায় সময় বিষয়টি উঠে এসেছে বলে দলীয় সূত্রে খবর। হাত শিবিরের তরফে জানা গিয়েছে, গুজরাতের বেশ কয়েকজন কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরকে নিয়ে যথেষ্ট আগ্রহী। কিন্তু এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন কংগ্রেস হাইকম্যান্ড।
সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের (Election Results 2022) ফল দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনেও বিজেপি-র নিশ্চিত জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে৷ যদিও নরেন্দ্র মোদির সেই তত্ত্ব খারিজ করে দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ উল্টে ভোট কুশলীর দাবি, লোকসভা নির্বাচনে কী হবে তা ২০২৪-এই ঠিক হবে৷ কোনও রাজ্য নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নয়৷ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'সাহেব' বলেও কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর৷ এই পরিস্থিতিতে ২০২৪-এর দিকে তাকিয়েই ফের কংগ্রেসের সঙ্গে নৈকট্য গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন ভোট কুশলী, এমনটাই মত রাজনৈতিক মহলের।