আরও পড়ুন- কংগ্রেসে যোগ দিতে অস্বীকার করলেন প্রশান্ত কিশোর!
“প্রশান্ত কিশোরের সঙ্গে একটি বৈঠক ও আলোচনার পরে কংগ্রেস সভাপতি একটি এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪ গঠন করেছেন এবং প্রশান্ত কিশোরকে নির্দিষ্ট দায়িত্ব সহযোগে এই দলের অংশ হিসাবে দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি প্রত্যাখ্যান করেছেন। আমরা তাঁর প্রচেষ্টা এবং দলকে দেওয়া পরামর্শের প্রশংসা করি,” ট্যুইট করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা রণদীপ সুরজেওয়ালা।
কংগ্রেস প্রশান্ত কিশোরকে দলে একটি সিনিয়র পদে যোগদান করিয়ে দলকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছিল ঠিকই। কিন্তু সেই জন্য প্রয়োজনীয় স্বাধীনতা নিতে নারাজ ছিল দল। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে ‘রাজনৈতিক চ্যালেঞ্জ’-এর মোকাবিলার জন্য এবং পরের মাসে রাজস্থানের উদয়পুরে তিন দিনের কনক্লেভের জন্য ‘এমপাওয়ারড অ্যাকশন গ্রুপ’ ঘোষণা করার পরিবর্তে কংগ্রেস দলে পিকের প্রবেশের বিষয়টি নিয়ে রহস্য জিইয়ে রেখেছিল। এরই মাঝে স্পষ্ট করে পিকে জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছেন না তিনি।
আরও পড়ুন- ট্যুইটারের সিইও পরাগ আগরওয়ালকে সরাতে হলে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এলন মাস্ককে?
গত সপ্তাহে আট সদস্যের একটি কমিটির দায়ের করা একটি প্রতিবেদন পেশ এবং সেটি নিয়ে আলোচনার পর কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি ২০২৪ টাস্ক ফোর্স গঠন করেছেন, জানান দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।
তিনি আরও বলেন, “কংগ্রেস সভাপতি ১৩, ১৪ ও ১৫ মে উদয়পুরে ভারতীয় জাতীয় কংগ্রেস নব সংকল্পের একটি চিন্তন শিবির আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি রাজ্য থেকে প্রায় ৪০০ জন কংগ্রেস কর্মীরা এতে অংশ নেবেন।” এই ঘোষণার আগে, ২০২৪ সালের নির্বাচনের আগে ১৩৭ বছরের পুরনো এই রাজনৈতিক দলকে পুনর্গঠন করার জন্য প্রশান্ত কিশোরে দলের প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে জোর গুঞ্জন চলছিল কংগ্রেসের অন্দরেও।
নির্বাচনী কৌশলবিদ পিকে বেশ কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কমপক্ষে তিনটি বৈঠক করেছেন। এই সময়ে তিনি বিগত কয়েক বছর ধরে নির্বাচনী পরাজয়ের ধারাবাহিকতা থেকে দলকে পুনরুজ্জীবিত করার জন্য তাঁর পরিকল্পনার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশনও দিয়েছেন। যদিও সূত্রের খবর, কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধি এবং অম্বিকা সোনির মতো নেতারা পিকের পক্ষে রইলেও দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক, রণদীপ সুরজেওয়ালা এবং জয়রাম রমেশের মতো নেতারা প্রশান্ত কিশোরের বিপক্ষেই ছিলেন।