সামনেই আন্ধেরিতে উপ নির্বাচন। তার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে আবার প্রতীক ব্যবহার নিয়ে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে দড়ি টানাটানিও চলছে। শেষে এ নিয়ে চরম সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শিবসেনার তীর-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে না কোনও ঠাকরে বা শিন্ডে কোনও গোষ্ঠীই।
আরও পড়ুন: রাজস্থানকেও এবার হার মানাবে কলকাতা! কোন ক্ষেত্রে? কার্নিভাল শেষে জানালেন ফিরহাদ
advertisement
আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিষয়ে শুক্রবারই উদ্ধব ঠাকরে শিবিরকে ডেকে পাঠিয়েছিল কমিশন। একনাথ শিন্ডে শিবিবের ‘তীর ও ধনুক’ প্রতীক ব্যবহার করতে চাওয়া নিয়ে মতামত শনিবারের মধ্যে উদ্ধব গোষ্ঠীকে জানাতে বলে নির্বাচন কমিশন। তীর ও ধনুক প্রতীক ব্যবহারের অনুমতি চেয়ে ৪ অক্টোবর কমিশনের কাছে আবেদন জানায় শিন্ডে শিবির। এর পরই বিষয়টি নিয়ে আসরে নামে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: টানা সাড়ে চার ঘণ্টা, কার্নিভালে চমক দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়
কমিশনের নির্দেশে বলা হয়েছে, ''দুই গোষ্ঠীই একই দলের (শিবসেনা) প্রতিনিধিত্বের দাবি করছে। তাই একটি প্রতীকের দাবি করছে তাঁরা। তা বাস্তবে সম্ভব নয়। দুই গোষ্ঠীই শিবসেনার প্রতীক ছাড়া অন্য কোনও প্রতীক নিতে পারে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য।'' এর পাশাপাশি দুই গোষ্ঠীকেই নতুন নাম এবং প্রতীক জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কমিশন। আগামী ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে দুই শিবিরকেই নিজেদের দলীয় প্রতীক জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
