নির্বাচন কমিশনার জানিয়েছে, তেলেঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর, ছত্তিশগড়ে ৭ ও ১৭ নভেম্বর দুই দফায়, রাজস্থানে ২৩ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর এবং মিজোরামে ৭ নভেম্বর। সব কটি রাজ্যের ভোটের ফল গণনা হবে ৩ ডিসেম্বর। প্রায় ৬০ লক্ষ ভোটার প্রথমবারের মতো এই ৫ রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করবেন। ২৯০০ টিরও বেশি ভোটকেন্দ্র তরুণদের দ্বারা পরিচালিত হবে। ৫ রাজ্য মিলিয়ে মোট আসন হবে ৬৭৯টি।
advertisement
বর্তমানে মিজোরামে ৬.৫২ লক্ষ, ছত্তিশগড়ে ২.০৩ কোটি, মধ্যপ্রদেশে ৫.৬ কোটি, রাজস্থানে ৫.২ কোটি এবং তেলেঙ্গানায় ৩.১৭ কোটি ভোটার রয়েছে। মোট ৮.২ কোটি পুরুষ ও ৭.৮ কোটি নারী ভোটার রয়েছেন।
আরও পড়ুন, আজ রাজ্যপাল-তৃণমূল সাক্ষাৎয়ের সম্ভাবনা, উত্তরবঙ্গ থেকে ফিরেই ‘বড়’ সিদ্ধান্ত
আরও পড়ুন, ডলারের দাম বৃদ্ধি, রেলপথে বাংলাদেশ থেকে ভারতে আসার খরচও তাই বাড়ছে
৫ রাজ্য মিলিয়ে মোট ১.৭৭ লাখ পোলিং বুথ তৈরি করা হবে। বিশেষ ভাবে সক্ষম ভোটারদের সংখ্যা ১৭.৩৪ লাখ। যদি তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে না পারেন, বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধাও পাবেন তাঁরা।