TRENDING:

Maharashtra floor test: আজ শক্তি পরীক্ষা শিন্ডের, আস্থা ভোটের আগে নিশ্চিন্ত মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: আজ মহারাষ্ট্রে শক্তি পরীক্ষা একনাথ শিন্ডে সরকারের৷ বিজেপি-র সহযোগিতায় শিন্ডে সরকার গঠনের পর আজ মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের ডাক দেওয়া হয়েছে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে একনাথ শিন্ডের সরকারের কোনও সমস্যাই হবে না বলে মনে করা হচ্ছে৷
আজ শিন্ডের শক্তি পরীক্ষা৷
আজ শিন্ডের শক্তি পরীক্ষা৷
advertisement

গতকালই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসেবে বিজেপি-র রাহুল নারওয়েকারকে বেছে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ১৬ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছে শিবসেনা৷ এই ১৬ জনের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নামও৷

আরও পড়ুন: হায়দরাবাদের নাম বদলাবে বিজেপি! কর্মসমিতির বৈঠকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার মোদি-শাহ

মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ নারওয়েকার গতকাল রাতেই একনাথ শিন্ডেকে শিবসেনার পরিষদীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন৷

advertisement

১৬ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করা হবে কি না, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে৷ শেষ পর্যন্ত ১৬ জন বিধায়ককে বরখাস্ত করা হলেও নতুন সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কোনও সমস্যা হবে না৷

আরও পড়ুন: রাহুল গান্ধির এ কী রূপ! ভরা রাস্তায় এমন দৃশ্য দেখে সকলে বলছে, 'জনগণের নেতা'!

advertisement

এই মুহূর্তে বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৬৷ একনাথ শিন্ডে দাবি করেছেন, ৩৯ জন বিদ্রোহী বিধায়ক সহ ৫০ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছেন একনাথ শিন্ডে৷ ফলে ১৬ জন বিধায়ককে বরখাস্ত করা হলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৩৭ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে৷ সেক্ষেত্রেও ১৩৭ জন বিধায়কদের সমর্থন একনাথ শিন্ডে সরকারের পক্ষেই থাকবে৷ ফলে এই আস্থা ভোটকে নিছক আনুষ্ঠানিকতা বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গতকাল ১৬৪টি ভোট পেয়ে বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হন বিজেপি-প রাহুল নারয়েওয়েকার৷ বিরোধী পক্ষের প্রার্থী রাজন সালভি মাত্র ১০৭টি ভোট পেয়েছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra floor test: আজ শক্তি পরীক্ষা শিন্ডের, আস্থা ভোটের আগে নিশ্চিন্ত মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল