advertisement
ইদ ই-মিলাদ উন নবি উপলক্ষ্যে এদিন শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্যুইটারে কোবিন্দ লেখেন, ‘‘শুভেচ্ছা দেশবাসীকে ৷ বিশেষ করে আমাদের মুসলিম ভাই-বোনেদের ৷ আজ ইদ ই-মিলাদ-উন-নবি, প্রফেট মহম্মদের জন্মদিন ৷ মহম্মদের জীবন এবং আদর্শ অনুসরণ করা উচিৎ আমাদের ৷ সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই কাজ ৷’’
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন, ‘‘মিলাদ-উন-নবির শুভেচ্ছা ৷ শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন ৷ দয়া এবং ভাতৃত্ববন্ধন বজায় থাকুক ৷ ইদ মুবারক !’’
ভারতজুড়ে আজ ইদ মিলাদ পালিত হচ্ছে। সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধে পর্যন্ত নবি দিবসের সময়সীমা।
আরবী ভাষায় 'ফতেহা' শব্দের অর্থ মোনাজাত, দোয়া বা প্রার্থনা ৷ 'দোয়াজ দাহাম' শব্দবন্ধের অর্থ বারো ৷ অর্থাত্ 'ফতেহা দোয়াজ দাহাম'- এর অর্থ একত্রে ১২-র প্রার্থনা ৷ এই বারো আসলে আরবি মাস 'রবিউল আউয়াল'- র ১২ তারিখ, যেদিন বিশ্ব নবি হজরত মহম্মদ জন্ম গ্রহণ করেছিলেন ৷ তাই ফাতেহা দোয়াজ দাহাম আসলে বিশ্ব 'নবির জন্মদিবস, সেই উপলক্ষ্যে দোয়া প্রার্থনা করা ৷
