TRENDING:

Ayan Shil Case: অয়ন শীলের বান্ধবী, অয়নের ছেলে ও স্ত্রীকে আগামী সপ্তাহে তলব করল ইডি, হাতে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Ayan Shil Case: আগে অয়নের ৪২টি  অ্যাকাউন্টের হদিশ মিলেছিল। আরো ১০টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী, অয়ন সিলের স্ত্রী কাকলী , ছেলে অভিষেক শীলকে আগামী সপ্তাহে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, দিল্লিতে অয়নের একটি ফ্ল্যাট এর হদিশ পাওয়া গিয়েছে। ইডির দাবি, ওই ফ্ল্যাটের দাম ১ কোটি টাকা। অথচ দাম খাতায় কলমে ১০ লাখ দেখানো হয়েছিল। বাকি ৯০ লাখ নগদে পেমেন্ট করা হয়েছিল।
ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য
ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য
advertisement

আগে অয়নের ৪২টি  অ্যাকাউন্টের হদিশ মিলেছিল। আরো ১০টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। অয়নের দু’টি সংস্থার  প্রায় ১০ থেকে ১২  জন কর্মীর নামে অ্যাকাউন্ট  খুলে টাকা লেনদেন হয়েছে।  ২০১৫ থেকে প্রায় ১২ কোটি টাকা নগদে জমা পড়েছে এই বিভিন্ন অ্যাকাউন্টে। অয়নকে জেরা করে এমনই চঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে। এছাড়াও ইডির রিমান্ড প্রেয়ারে চঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

advertisement

আরও পড়ুন - রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন

আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০

ইডির দাবি, কুন্তলকে ৫০ লক্ষ টাকা দিয়েছিল অয়ন শীল প্রাথমিকে নিয়োগের জন্য। ২৬ কোটি টাকা কুন্তল ঘোষের নির্দেশ মতো  পাবলিক সার্ভেন্টের কাছে পৌঁছেছিলো। নিয়োগ দুর্নীতির টাকায় অয়ন শীল নামে-বেনামে স্থাবর আস্থাবর সম্পত্তি কিনেছিলেন৷ এই দুর্নীতির টাকা তিনি তার রিয়াল এস্টেট সংস্থাতে বিনিয়োগ করেছিলেন চুঁচুড়াতে। ইমন গঙ্গোপাধ্যায় ও অভিষেক যৌথ ভাবে পেট্রোল পাম্প কিনেছিলেন৷ সেখানেও সমান বিনিয়োগ দেখানো হয়েছিল। এই পেট্রোল পাম্প কেনার পুরো টাকাটাই অয়ন শীল দিয়েছিলেন।

advertisement

M/s ফসিল নামে একটি কোম্পানি যেটার অংশীদারিত্ব ইমন ও অভিষেক শীলের নামে ছিল। এদের নামেই রেস্তোরাঁও  খোলা হয়। এই টাকাও নিয়োগ দুর্নীতির টাকা বলে ইডি র দাবি।পুরসভায় নিয়োগের জন্য বিভিন্ন প্রাথীদের কাছ থেকে  সংগ্রহ করা টাকা প্রভাবশালী ও নেতাদের কাছে  পাঠিয়েছিলেন অয়ন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ARPITA HAZRA 

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ayan Shil Case: অয়ন শীলের বান্ধবী, অয়নের ছেলে ও স্ত্রীকে আগামী সপ্তাহে তলব করল ইডি, হাতে চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল